ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরাকে সহিংসতায় ৮ জনের মৃত্যু

প্রকাশিত: ১৮:৪৮, ২২ জুলাই ২০১৮

ইরাকে সহিংসতায় ৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ সেবাক্ষেত্রে ব্যাপক নৈরাজ্যের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন সাধারণ ইরাকিরা। তাদের প্রতিবাদ ক্রমেই সহিংসতায় রূপ নিচ্ছে। তেলক্ষেত্রসহ রাজনৈতিক অফিসেও হামলা করছেন বিক্ষুব্ধরা। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে বসরাতে এই বিক্ষোভের সূত্রপাত হয়। ইরাকের বেশিরভাগ তেল এই প্রদেশ থেকে উত্তোলিত হলেও উন্নয়নের দিক থেকে অন্যান্য এলাকার চেয়ে অনেক পিছিয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদায়ী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বসরার জন্য বিশেষ অর্থ বরাদ্ধ এবং স্থানীয়দের চাকরির প্রতিশ্রুতি দিলেও তাতে কমেনি বিক্ষোভ। চলমান বিক্ষোভের সূত্রপাত বসরাতে হলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে দেশটির অন্যান্য শহরেও। খোদ রাজধানী বাগদাদেও বেকারত্ব, দূষণ, খাবার পানির অভাব এবং বিদ্যুৎসঙ্কটের প্রতিবাদে মানুষ ৷ এদিকে বিক্ষোভ যতো বাড়ছে তা দমনে ক্রমেই কঠোর হচ্ছে দেশটির সরকার। এ পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় জলকামান মোতায়েন এবং কোনো কোনো অঞ্চলে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। জানা গেছে চলতি বছরের মে মাসে ইরাকে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও এখনও শেষ হয়নি ভোট গণনার প্রক্রিয়া। এছাড়া ১৫ বছরের যুদ্ধে দেশটি ছেয়ে গেছে দুর্নীতি আর অনিয়মে। ফলে কোনো প্রতিশ্রুতিতেই আর বিশ্বাস রাখতে পারছেন না ইরাকিরা। সূত্র : ডয়েচে ভেলে
×