ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাংস্কৃতিক উৎসবের শেষ দিনটি প্রধানমন্ত্রীর সম্মানে উৎসর্গ করলেন সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ২১:৩৮, ২২ জুলাই ২০১৮

সাংস্কৃতিক উৎসবের শেষ দিনটি প্রধানমন্ত্রীর সম্মানে উৎসর্গ করলেন সংস্কৃতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ “সৃজনে উন্নয়নে বাংলাদেশ ” এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশ ব্যাপী দুইদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপণী ঘোষণায় সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি উৎসবের শেষ দিনটি প্রধানমন্ত্রীর সম্মানে উৎসর্গ করে বলেন তাঁরই নির্দেশে সংস্কৃতি চর্চা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে নুতন নুতন উদ্যোগ গ্রহন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সারা দেশের জেলা পর্যায়ে এমন সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতির চর্চার মধ্য দিয়ে মানবিক গুণাবলীর বিকাশ ঘটে। আর মানবিক গুণাবলীর বিকাশ না ঘটলে একজন মানুষ পরিবার, দেশ, সমাজ নিয়ে ভাবতে শিখে না।’ শনিবার দিবাগত রাতে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২ দিনের সাংস্কৃতিক উৎসরে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন । নুর বলেন,‘সাংস্কৃতিক চর্চা শিক্ষার একটি অংশ। এটি চর্চা না করলে শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। এটির মাধ্যমে জ্ঞান অর্জন হয়। চর্চার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরী হয়।’ তিনি আরো বলেন, ‘যারা বাংলাদেশের অগ্রগতি চায় না তারা প্রতি মূহুর্তে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আপনারা সজাগ আছেন বলেই এখন আর হরতাল-অবরোধ হয়না, বাসে কেউ আগুন দেয় না, মানুষ পুড়ে মারতে পারে না।’ নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. এবিএম আতিকুর রহমান, জেলা কালচারাল কর্মকর্তা আরিফুজ্জামান প্রমুখ।অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত পরিবেশন করেন। উল্লেখ যে গত শুক্রবার সারা দেশের জেলায় জেলায় সংস্কৃতিমন্ত্রনালয়ের সহযোগীতায় শিল্পকলা একাডেমির আয়োজনে দুই দিন ব্যাপী এই সাংস্কৃতিক উৎসব শুরু হয়ে গতকাল শনিবার রাতে শেষ করা হয়। সাংস্কৃতিক উৎসবে জেলা পর্যায়ের শিল্পীরা গান নৃত্য, কবিতা,ছড়া,নাটক প্রদর্শন করে।
×