ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফখরের রেকর্ড

প্রকাশিত: ২২:১৭, ২২ জুলাই ২০১৮

ফখরের রেকর্ড

অনলাইন ডেস্ক ॥ সেই ১৯৮০ সালে রেকর্ডটি গড়েছিলেন ভিভ রিচার্ডস। এরপর চার জন স্পর্শ করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তিকে। ছাড়াতে পারছিলেন না কেউ। অবশেষে সেই রেকর্ড নতুন করে লেখালেন ফখর জামান। ওয়ানডেতে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড গড়ার ম্যাচটিতে পাকিস্তানি ওপেনার করেছেন আরও কিছু রেকর্ড। ১৮ ইনিংসেই হাজার রানের দেখা পেলেন ফখর। রিচার্ডসের লেগেছিল ২১ ইনিংস। ২০০৬ সালে রিচার্ডসের রেকর্ড স্পর্শ করেন ইংল্যান্ডের কেভিন পিটারসেন। ২০১১ সালে এই দুজনের পাশে বসেন আরেক ইংলিশ জোনাথন ট্রট। ২০১৪ সালে রেকর্ডটি স্পর্শ করেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। সবশেষ গত বছরের জানুয়ারিতে রিচার্ডসদের পাশে বসেন ফখরের স্বদেশি বাবর আজম। ফখর ছাড়িয়ে গেলেন সবাইকে। আগের ম্যাচের অপরাজিত ডাবল সেঞ্চুরিতে হাজারের দুয়ারে দাঁড়িয়ে ছিলেন ফখর। ১ হাজার ওয়ানডে রান ছুঁতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে রোববার তার প্রয়োজন ছিল ২০ রান। দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার পথটুকু পাড়ি দেন অনায়াসেই। রেকর্ডময় সিরিজে ফখর গড়েছেন আরও এক গাদা রেকর্ড। ৫ ম্যাচের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের ইতিহাসের সবচেয়ে বেশি রানের রেকর্ডও এখন তার। সিরিজের আগের চার ম্যাচে ফখরের রান ছিল ৬০, অপরাজিত ১১৭, অপরাজিত ৪৩ ও অপরাজিত ২১০। ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে গড়া হ্যামিল্টন মাসাকাদজার ৪৬৭ রানের রেকর্ড ছাড়াতে এদিন ফখরের প্রয়োজন ছিল ৩৮ রান। বাঁহাতি ওপেনার রেকর্ডটি নিজের করে নিয়েছেন, খেলছিলেন পঞ্চাশ ছাড়িয়েও। প্রথম ওয়ানডেতে ৬০ রানে আউট হওয়ার পর সিরিজে আর আউটই হননি ফখর। ওয়ানডেতে দুই আউটের মাঝে সবচেয়ে বেশি রানের রেকর্ডও লিখিয়ছেন নতুন করে। ৪০৫ রানের আগের রেকর্ড ছিল আরেক পাকিস্তানি মোহাম্মদ ইউসুফের। ইমাম-উল-হকের সঙ্গে মিলে এদিন আরও একটি শতরানের জুটি গড়ছেন ফখর। একটি দ্বিপাক্ষিক সিরিজে উদ্বোধনী জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন এই জুটির।
×