ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার শারীরিক সমস্যা আরো বৃদ্ধি পেয়েছে ॥ রিজভী

প্রকাশিত: ২২:৩১, ২২ জুলাই ২০১৮

খালেদা জিয়ার শারীরিক সমস্যা আরো বৃদ্ধি পেয়েছে ॥ রিজভী

অনলাইন রিপোর্টার ॥ খালেদা জিয়ার শারীরিক সমস্যা আরো বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমরা ইউনাইটেড হাসপাতালে তাঁর চিকিৎসার দাবি জানিয়েছি। কিন্তু সরকার তাতে ভ্রুক্ষেপ করেনি, তারা উদাসীন। দেশনেত্রীর ওপর সরকার প্রধানের এই প্রতিহিংসা এক অশুভ অপশাসনেরই বার্তা দেয়। আমরা আবারও দলের পক্ষ থেকে সরকারের এই নির্দয় আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গণসংবর্ধনার সমালোচনা করে তিনি বলেন, গণসংবর্ধনায় প্রধানমন্ত্রী তার বক্তব্যে উন্নয়নের কথা বললেও তার সরকারের লোকজন ও দলীয় নেতাকর্মীদের দ্বারা যেসব গায়েবের উন্নয়ন হচ্ছে সে কথা বলেননি। মানুষকে কষ্ট দিয়ে, ঢাকাবাসীকে রুদ্ধশ্বাসে রেখে প্রধানমন্ত্রীর সংবর্ধনার নামে আদিখ্যেতা করা হয়েছে। তিনি আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বলেছেন, জনসমর্থনহীন নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা খুলনা-গাজীপুরের সন্ত্রাসের আবহে নতুন মডেলের ভোট জালিয়াতির আসল রূপে আত্মপ্রকাশ করেছে। বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ।
×