ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২২:৪২, ২২ জুলাই ২০১৮

জামালপুরে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর শহরের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম তফিকুল ইসলামের বিরুদ্ধে বাগেরহাটা জামে মসজিদ কমিটির সম্পাদকের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। মামলা দায়ের করে অধ্যক্ষকে হয়রানি এবং কলেজের ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদে আজ রবিবার সকালে কলেজগেটে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন কলেজটির সহকারী অধ্যাপক মোহসীন আলী ও গোলাম মোর্শেদ, প্রভাষক মাহবুবুর রহমান রবিন, তামান্ন হক ও মো. ইকরামুজ্জামান, শিক্ষার্থী আব্দুল হালিম ও ইমরান হোসেন প্রমুখ। বক্তারা জানান, কলেজ ক্যাম্পাস সংলগ্ন বাগেরহাটা জামে মসজিদের সম্পাদক মো. খলিলুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে গত ৮ জুলাই রাতে কলেজ থেকে প্রায় আধাকিলোমিটর দূরে বাগেরহাটা বটতলা এলাকায়। ওই ঘটনার সাথে কলেজের অধ্যক্ষ জড়িত নন। মসজিদ কমিটির কোনো কার্যক্রমের সাথেও অধ্যক্ষ জড়িত নন। তাকে হয়রানি করা এবং কলেজের ভাবমূর্তি নষ্ট করার জন্যই মসজিদ কমিটির সম্পাদক বাদী হয়ে ১৫ জুলাই জামালপুর আদালতে মামলা দায়ের করেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে ওই মামলা থেকে অধ্যক্ষের নাম প্রত্যাহার না করা হলে পরবর্তীতে এ নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। মানববন্ধনে কলেজের সকল শিক্ষকসহ তিন শতাধিক ছাত্র-ছাত্রী এ মানববন্ধনে অংশ নেন।
×