ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধর্ষণের মামলা করে বাদিসহ পরিবার বিপাকে

প্রকাশিত: ২৩:২৪, ২২ জুলাই ২০১৮

ধর্ষণের মামলা করে বাদিসহ পরিবার বিপাকে

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ শরীয়তপুরের গোসাইরহাট থানায় এক ব্যবসায়ী পুত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে বিপাকে পড়েছে মামলার বাদিনী ও তার অসুস্থ পিতা-মাতা। ধর্ষণ মামলার বাদিনী ও তার মাকে দেহ ব্যবসা করার অপবাদ দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও আসামীদের সাথে মামলা আপোস মীমাংশা করার জন্য চাপ দেয়া ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠেছে খোদ মামলা তদন্তকারী কর্মকর্তা গোসাইরহাট থানার এসআই রাজিবের বিরুদ্ধে। আজ রবিবার সকালে এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী শরীয়তপুর জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছে। গোসাইরহাট থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার উত্তর হাঁটুরিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আনছার রাড়ীর পুত্র আলীম তাজ রাড়ীর বিরুদ্ধে একই উপজেলার মহেশ^রপট্রি গ্রামের দুলাল খানের কন্যা শারমিন আক্তার নামে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২ মাস যাবত আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগি ওই নারী বাদী হয়ে ১৭ জুলাই রাতে গোসাইরহাট থানায় ৩ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছে। মামলার আসামিরা হলো ধর্ষক আলীম তাজ রাড়ী, তার পিতা আনছার রাড়ী ও ভাই আলমগীর রাড়ী। আনছার রাড়ী ও আলমগীর রাড়ীর বিরুদ্ধে ধর্ষক আলীমতাজকে আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগ আনা হয়েছে। এরপর গোসাইরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে গোসাইরহাট বাজার থেকে আনছার রাড়ী ও আলমগীর রাড়ীকে আটক করে থানায় নিয়ে আসে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব মামলার ২ নং আসামী আলমগীর রাড়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করলেও ৩ নং আসামী আলীমতাজ রাড়ীর পিতা আনছার রাড়ীকে ছেড়ে দিয়েছে। এছাড়াও মামলার প্রধান আসামি ধর্ষক আলীমতাজ নিজ এলাকায় ঘুরাফেরা করলেও পুলিশ তাকে ধরছে না বলে অভিযোগ ওঠেছে। মামলার বাদিনী শারমিন আক্তার স্থানীয় সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা গোসাইরহাট থানার এসআই রাজিব ১৯ জুলাই বৃহস্পতিবার বিকেলে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে দেহ ব্যবসা করার মিথ্যা অপবাদ দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। স্থানীয় ও ভুক্তভোগির অভিযোগ সূত্রে জানা গেছে, গোসাইরহাট উপজেলার মহেশ^রপট্রি গ্রামের দুলাল খানের কন্যা শারমিন আক্তারের সাথে ২ বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ব্যবসায়ী পুত্র আলীমতাজ রাড়ী। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে আটকে রেখে গত ২ মাস যাবত তার সাথে সহবাস করে আসছে আলীমতাজ রাড়ী। ১৮ জুলাই আলীমতাজকে অন্যত্র এক মেয়ের সাথে বিয়ে দেয়া হচ্ছে এরকম সংবাদ পেয়ে শারমিন আক্তার তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। তখন আলীমতাজ রাড়ী তাকে বিয়ে করার কথা অস্বীকার করে। পরে ভুক্তভোগী ওই নারী গোসাইরহাট থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছে।
×