ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

প্রকাশিত: ২৩:২৪, ২২ জুলাই ২০১৮

বাউফলে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে আজ রবিবার বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। বেলা ১১টার সময় জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ এমপির নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে র্যালি বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে। পরে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের অধ্যক্ষ মমতাজ বেগম, বাউফল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, চিপ হুইপের পিএস আনিছুর রহমান, বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার, মদনপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাংবাদিক সোহরব হোসেন, ১০শ্রেণীর ছাত্রী জিনাত জাহান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরাফাদ হোসেন। এ সময় শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ধরণের ফলদ চারা বিতরণ করা হয়। পরবর্তীতে পরিষদ মিলনায়তনে চীফ হুইপ আসম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা সমাজ সেবা অধিদফতরের উদ্যোগে মসজিদ, মন্দিরের উন্নয়নের জন্য অর্থ বরাদ্ধের চেক এবং দুস্থ্য প্রতিবন্ধীদের মধ্যে ভাতার বই বিতরণ করেন।
×