ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কচুয়ায় স্কুল শিক্ষক ১২দিন ধরে নিখোঁজ ॥ পরিবারের উৎকন্ঠা

প্রকাশিত: ২৩:২৫, ২২ জুলাই ২০১৮

কচুয়ায় স্কুল শিক্ষক ১২দিন ধরে নিখোঁজ ॥ পরিবারের উৎকন্ঠা

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর ॥ কচুয়ায় ইঞ্জিঃ রিফাতুল আলম টিটু নামে(৩৮) স্কুল শিক্ষক ১২ দিন ধরে নিখোঁজ। উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের খাজুরিয়া লক্ষীপুর পীর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি (কম্পিউটার)শিক্ষক ইঞ্জিঃ রিফাতুল আলম টিটু ১২জুলাই বৃহস্পতিবার স্কুল থেকে ক্লাস শেষে বাড়ি ফিরে যায় । ওই দিন বিকেল ৫টায় টিটু সন্তানদেরকে বাহির থেকে ঘুরে আসার কথা বলে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। বাড়ি থেকে বের হয়ে যাবার পর তার সাথে থাকা মোবাইলটি বন্ধ রয়েছে । আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজা খুঁজি করে কোথায় তার সন্ধান মিলেনি। তাঁর স্ত্রী রেহানা বেগম,৬ বছরের এক ছেলে ও ২ মেয়ে রিফাতুল আলমের ফিরে আসার প্রতিক্ষায় প্রহর গুনছে। আজ রবিবার তাঁর স্ত্রী রেহানা বেগম সাংবাদিকদের বলেন,আমার স্বামী একজন সহজ সরল মানুষ এলাকায় তার কোন শত্রু নেই । তবে আমার প্রয়াত শ্বশুরের দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমের (সৎ শ্বাশুরী) সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয় ও আমার প্রয়াত শশুরের এফডিআরের প্রায় ২৬ লক্ষ টাকার শাকশেসনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান খান ও খাজুরিয়া লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলম বি.এসসি বলেন টিটু সাধারনত মানুষের সাথে কম মেলামেশা করত, স্কুলে, শিক্ষকতা ছাড়া বাহিরের লোকজনের সাথে চলাফেরা ছিলনা তার নিখোঁজ হওয়ায় পরিবারের সাথে আমরাও উদ্বগ্ন। এ ব্যপারে রিফাতুল আলমের স্ত্রী রেহেনা বেগম ১৩জুলাই শুক্রবার কচুয়া থানায় কচুয়া থানায় নিখোঁজ ডাইরি দায়ের করেন। কচুয়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান জানান নিখোঁজ হওয়া স্কুল শিক্ষকে খুঁেজ বের করার আইনি ব্যবস্থা গ্রহন করছি।
×