ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় কর্মীরহাতের আয় বর্ধক ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: ০০:২০, ২২ জুলাই ২০১৮

গাইবান্ধায় কর্মীরহাতের আয় বর্ধক ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীরহাতের উদ্যোগে আজ রবিাবর যৌতুক বিরোধী প্রকল্পের আওতায় ১৩তম ব্যাচের আয় বর্ধক ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে প্রশিক্ষণ উপকরণ হিসাবে ১টি করে ব্যাগ ও ছাতা বিনামূল্যে বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন কর্মীরহাতের সভাপতি এম আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম, কর্মীরহাতের ব্যবস্থাপক মোঃ মাহমুদুল হক রতন প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য দাতা সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক) ইউএসএ এর অর্থায়নে জেলার সদর ও সাদুল্যাপুর উপজেলার অতি দরিদ্র পরিবারের ৪০ জন বিবাহযোগ্য মেয়েকে সম্পূর্ন বিনামূল্যে ৪ (চার) মাস ব্যাপী পোশাক তৈরি, সূচী কর্ম, নার্সেস এইড, রান্না শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা, আত্ম-সুরক্ষা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে বিনামূল্যে ১ টি করে পা-চালিত সেলাই মেশিন, নগদ অর্থ, সনদপত্র ইত্যাদি প্রদান করা হবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত ২৫৪ জনকে ২৫৪ টি পা-চালিত সেলাই মেশিন, সনদপত্র এবং আর্থিক সহায়তা হিসেবে নগদ ৪ লাখ ৮ হাজার টাকা প্রদান করা হয়।
×