ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার রায় বহাল

প্রকাশিত: ০১:২২, ২২ জুলাই ২০১৮

তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার রায় বহাল

স্টাফ রিপোর্টার ॥ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার তারেক মাসুদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দেয়া সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেননি আপীল বিভাগের চেম্বারজজ আদালত। ফলে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। একই সঙ্গে বিষয়টি শুনানির জন্য আপীলের বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন চেম্বারজজ আদালত। আগামী ৮ অক্টোবর বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।হাইকোর্টের রায় স্থগিত চেয়ে বাসমালিক কর্তৃপক্ষের করা আপিল আবেদনের শুনানি রোববার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বারজজ আদালতে অনুষ্ঠিত হয়।আদালতে বাসমালিকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী কামরুল হক সিদ্দিকী। নিহত তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারাহ হোসেন। রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী।
×