ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ০১:৩৪, ২২ জুলাই ২০১৮

তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক ॥ তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে ২০১৮ সালে স্নাতক, স্নাতোকোত্তর ও পি .এইচ. ডি. কোর্সে উত্তীর্ণ বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ দূতাবাস, আনকারা। শনিবার তুরস্কের স্থানীয় সময় দুপুর ১টায় বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী। এছাড়াও তুরস্কে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মকর্তারা ও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । সংবর্ধনা অনুষ্ঠানে ২০১৮ সালে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, স্নাতোকোত্তর ও পি .এইচ. ডি. কোর্সে উত্তীর্ণ ২৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে অর্থনৈতিক ও সামাজিক সূচকের সব মানদন্ডে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের সাম্প্রতিক আত্মপ্রকাশ এবং ওষুধ শিল্পে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির উপর নির্মিত দু'টি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন তাদের অনুভুতি প্রকাশ করেন। তারা বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সংবর্ধিত হতে পেরে নিজেদেরকে সম্মানিত বোধ করছি। এই ধরনের উদ্যোগ মেধা বিকাশের ক্ষেত্রে সকল শিক্ষার্থীদের উদ্দীপ্ত করবে বলে আশা প্রকাশ করেছেন তারা। সমাপনী বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের শহীদদের ও শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, মূলত দেশের সাথে শিক্ষার্থীদের সংযুক্ত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এছাড়াও শিক্ষার্থীদের প্রতি দেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে দেশের জন্য অবদান রাখার আহবান জানান তিনি। রাষ্ট্রদূত এ প্রজন্মের শিক্ষার্থীদের ভাগ্যবান উল্লেখ করে বলেন যে, নতুন এবং অগ্রসরমান বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের বিরাট ভূমিকা পালনের অবকাশ রয়েছে। যা জাতির প্রত্যাশা পূরণে সহায়ক হবে। এছাড়াও শিক্ষার্থীদের শুধুমাত্র চাকুরি পাওয়ার জন্য নয় নিজেকে এবং দেশকে সমৃদ্ধ করতে বেশি বেশি বই পড়ার আহবান জানান রাষ্ট্রদূত এম . আল্লামা সিদ্দীকী ।
×