ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুভজনের বর্ষার আয়োজন“বাদল দিনের প্রথম কদমফুল”

প্রকাশিত: ০১:৪২, ২২ জুলাই ২০১৮

শুভজনের বর্ষার আয়োজন“বাদল দিনের প্রথম কদমফুল”

অনলাইন রিপোর্টার ॥ শুভজনের বর্ষার আয়োজন“বাদল দিনের প্রথম কদমফুল” শুদ্ধধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠন শুভজন এর আয়োজনে সম্প্রতি পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজন করা হয় বর্ষার বিশেষ অনুষ্ঠান “বাদল দিনের প্রথম কদমফুল”। বর্ষার গান-কবিতায় সাজানো এ অনুষ্ঠানে শুভজনের নিজস্ব শিল্পীদের পরিবেশনায় বাদলঘন দিনে সুরের অপূর্ব মোহে ডুবে উপস্থিত দর্শক শ্রোতারা উপভোগ করেন নানান রঙে সাজানো বর্ষার গান কবিতা ও নৃত্য। আবৃত্তিশিল্পী তরুন রাসেল এর পরিচালনা ও নির্দেশনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী রুবিয়া মল্লিকা, শারাবান তহুরা কান্তা, শিলা পারভিন, রাজসি ও পুষ্পিতা। তারা একে একে গেয়ে শোনায় বৃষ্টির গান- বৃষ্টি ঝর মুষল ধর, অনেক বৃষ্টি ঝরে, আজ শ্রাবণের বাতাস বুকে, ঐ জলকে চলে লো কার ঝিয়ারি, আষাঢ় শ্রাবণ মানে নাতো মন, বর্ষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে, রিমি রিমঝিম রিমঝিম ওই নামিল দেয়া, এসো হে সজল শ্যামল ঘন দেয়া, এই মেঘলা দিনে একলা, রিম ঝিম ঝিম, যায় ঝিলমিল ঝিলমিল...ইত্যাদি। বৃষ্টির গানে নৃত্য পরিবেশনা করে রাজসী ও রাইদা । নৃত্য ও গানের ফাঁকে ফাঁকে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী তরুন রাসেল, রেহান রুবেল, সালাহ উদ্দিন মাহমুদ, নিপা চৌধুরী, ইমরান পরশ ও সৃজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পীদেরকে শুভাশিস জানান শুভজন উপদেষ্টা ও মাননীয় সংসদ সদস্য কবি কাজী রোজী, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক মইনুদ্দিন কাজল, বিশিষ্ট শিশুসাহিত্যিক ও কবি আসলাম সানী, কবি ও কথা সাহিত্যিক শাফাত শফিক, বিশিষ্ট চিত্র পরিচালক জাকির হোসেন রাজু, বরেণ্য গীতিকার শহিদুল্লাহ ফরায়জি, স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আসিফ ইকবাল, হোটেল পারাবত ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী ওয়াদুদ চৌধুরী ও শুভজনের সাবেক সভাপতি কবি এমআর মনজুসহ শিল্প সাহিত্য জগতের আরও অনেকেই। শুভজনের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী তরুন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শিল্পীকে শুভাশিস জানাতে সংক্ষিপ্ত আলোচনা পর্বের সভাপতিত্ব করেন শুভজন সভাপতি কবি নইম হাসান । “বাদল দিনের প্রথম কদমফুল” অনুষ্ঠানটির চতুর্থতম মঞ্চায়ন ছিল এবার।
×