ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্ষুধা ও দারিদ্র্য নিরসনে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল ॥ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০২:০১, ২২ জুলাই ২০১৮

ক্ষুধা ও দারিদ্র্য নিরসনে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল ॥  শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্য নিরসনে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্তে আমরা ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে শিশুশ্রম নিরসন করবো। তার আগেই ২০২১ সালের মধ্যে আমরা ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে শিশুদের মুক্ত করবো। সে লক্ষ্যে বিভিন্ন নীতিমালা এবং বিধি-বিধান সংস্কারের পাশাপাশি নানামুখী উন্নয়ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। রবিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: শ্রম ও কর্মসংস্থান সচিব আফরোজা খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সামছুজ্জামান ভূঁইয়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তান হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান, জিপি এ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম বজলুল কাদের, জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট লিয়াকত আলী খান, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ। কর্মশালা শেষে প্রতিমন্ত্রী কয়েকজন দুঃস্থ ও অসহায় শ্রমিকের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অর্থ-সহায়তার চেক বিতরণ করেন। কর্মশালায় স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, উন্নয়ন কর্মী, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
×