ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাবি মাস্টার্স (প্রফেশনাল) ভর্তির ২য় পর্যায়ে প্রাথমিক আবেদন শুরু

প্রকাশিত: ০২:৫৬, ২২ জুলাই ২০১৮

জাবি মাস্টার্স (প্রফেশনাল) ভর্তির ২য় পর্যায়ে প্রাথমিক আবেদন শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সালের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এলএলবি ১ম পর্ব/পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্ণালিজম/ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহে ২য় পর্যায়ের অনলাইন প্রাথমিক আবেদন ২৩ জুলাই (সোমবার) বিকেল ৪ টা থেকে শুরু হচ্ছে এবং তা চলবে ২৫ জুলাই রাত ১২ টা পর্যন্ত। ২য় পর্যায়ে প্রাথমিক আবেদনকারী প্রার্থীদের মেধা তালিকায় স্থান পেতে তাদের অবশ্যই ৩০ জুলাই থেকে ২ আগস্ট তারিখের মধ্যে রিলিজ স্লিপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।
×