ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর্ণফুলীতে পিডিবির দুই প্রকৌশলীর উপর হামলা

প্রকাশিত: ০৪:১৬, ২২ জুলাই ২০১৮

কর্ণফুলীতে পিডিবির দুই প্রকৌশলীর উপর হামলা

নিজস্ব সংবাদদাতা,পটিয়া ॥ চট্টগ্রামের কর্ণফুলীতে চোরাই বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে পিডিবির দুই প্রকৌশলী হামলার শিকার হয়েছেন। তারা হলেন, পিডিবির উপ সহকারী প্রকৌশলী জহিরুল হক ও আবু সালেহ। তাদের দুইজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে কর্ণফুলী উপজেলা যুবলীগ নেতা আনোয়ার সাদাত মোবারকের জাহাজের চোরাই বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার সময় দুই প্রকৌশলী হামলার শিকার হন। পিডিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্ণফুলী নদীতে দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার তার মালিকানাধীন জাহাজ এফ ভি লিউতে পিডিবির অবৈধ সংযোগ নিয়ে ওয়েল্ডিংয়ের কাজ করে যাচ্ছে। চোরাই লাইন নিয়ে ওয়েল্ডিংয়ের কাজ করার বিষয়টি পিডিবির নজরে এলে তারা মোবাইলের মাধ্যমে ভিডিও ধারণ করে। রবিবার বিকেলে অভিযান চালাতে গেলে ফিশিং জাহাজ এফ ভি লিউ এর মালিক যুবলীগ নেতা আনোয়ার সাদাত মোবারকের নেতৃত্বে হামলা চালায়। এতে প্রকৌশলী জহিরুল হক ও আবু সালেহ আহত হন। পরে পুলিশ উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে। আহত প্রকৌশলী জহিরুল হক জানান, মোবাইলে অবৈধ সংযোগের চিত্র ধারণের পর ওই এফভি লিউ নামক ফিশিং জাহাজ থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর তারা ফেরার পথে ওই জাহাজের মালিক মোবারকের নেতৃত্বে রুবেল ও আতিকসহ ৫-৬ জন হামলা চালায়। সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, হামলাকারীরা প্রথমে হাতে মারধর করে এবপর লোহার রড় দিয়ে তাদেরকে মারধর করে। পিডিবির নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, পিডিবির কর্মকর্তারা সেখানে যাওয়ার পর অতর্কিত হামলায় দুই ইঞ্জিনিয়ার আহত হয়েছে। মোবারকের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, মোবারকের বিরুদ্ধে পিডিবির আরো চারটি মামলা চলমান রয়েছে। সবগুলো মামলা চোরাই সংযোগের জন্য করা হয়েছিল। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। এ ব্যাপারে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ হোসাইন জানান, পিডিবির অভিযান দলের উপর হামলার সংবাদ পেয়ে তারা সেখানে ছুটে যান। এরপর পরিস্থিতি শান্ত করেন। ওই ঘটনায় কারা জড়ির সে বিষয়ে তথ্য নেয়া হয়েছে। পিডিবির পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে মামলা দায়ের করে আসামির বিরুদ্ধে অভিযান শুরু করা হবে।
×