ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তামিমের ৪২ ও সাকিবের ৩৮তম হাফ সেঞ্চুরি

প্রকাশিত: ০৪:৫৭, ২২ জুলাই ২০১৮

তামিমের ৪২ ও সাকিবের ৩৮তম হাফ সেঞ্চুরি

অনলাইন ডেস্ক ॥ প্রথম ওভারেব ওপেনার এনামুল হক বিজয় ফিরে গেলেও পঞ্চম ওভারের মাথায় বৃষ্টি। প্রায় ১০ মিনিট পর খেলা শুরুর পর ধীর গতিতে এগুতে থাকেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। বাংলাদেশের ইতিহাসের দুই সেরা ব্যাটসম্যান গড়েন ১০০ রানের জুটি। বুঝে শুনে খেলতে থাকা দুজনই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ৮৭ বলে ক্যারিয়ারের ৪২তম হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। অন্যদিকে ৬৮ বলে ক্যারিয়ারের ৩৮তম হাফ সেঞ্চুরি করলেন সাকিব। প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত ২৭ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১১০ রান। এক নজরে দুই দলের একাদশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেট কিপার), জেসন মোহাম্মেদ, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিষু, আসলে নার্স, ও আলজাররি জোসেফ। বাংলাদেশ তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেট কিপার), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
×