ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাংক কর্মকর্তাকে মারধর ॥ পুলিশ সার্জেন্ট প্রত্যাহার

প্রকাশিত: ০৪:৫৮, ২৩ জুলাই ২০১৮

 ব্যাংক কর্মকর্তাকে মারধর ॥ পুলিশ সার্জেন্ট প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২২ জুলাই ॥ রবিবার সকালে টঙ্গীর গাজীপুরায় যাত্রীবাহী এক রিক্সাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উল্টো পথে যেতে না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এক অপ্রীতিকর ঘটনায় পুলিশ সার্জেন্ট ও কনস্টেবলের মারধরের শিকার হয়েছেন সোনালী ব্যাংকের এক কর্মকর্তা। তার নাম আমির হোসেন (৪৫)। তিনি গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় কর্মরত। স্থানীয় সাতাইশ এলাকায় তিনি বসবাস করেন। এই ঘটনায় পুলিশ সার্জেন্ট ফিরোজ ও কনস্টেবল শ্যামল দত্তকে তাৎক্ষণিক প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযুক্ত পুলিশের ভাষ্য, প্রথমে ব্যাংক কর্মকর্তা পুলিশের প্রতি লাথি মারতে উদ্যত হলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আমির হোসেন সকাল নয়টার দিকে রিক্সাযোগে ব্যাংকের উদ্দেশে রওনা হন। সাতাইশ রোডের মাথায় পৌঁছলে সেখানে কর্তব্যরত সার্জেন্ট ফিরোজ ও কনস্টেবল শ্যামল দত্ত রিক্সা থামান। তারা উল্টো পথের মহাসড়কে রিক্সা আর যেতে দেয়া হবে না বলে জানান। এ নিয়ে রিক্সাচালকের সঙ্গে পুলিশের দুই সদস্যের বাগ্বিতন্ডা হয়। এ সময় যাত্রী আমির হোসন পুলিশ সদস্যদের বলেন, তিনি ভাড়া দিয়ে চলে যাচ্ছেন। তিনি পরে রিক্সাটি সরিয়ে দেয়ার অনুরোধ করেন। কর্মকর্তার ওই কথায় পুলিশ সদস্যরা তাকে গালিগালাজ করতে থাকেন। বাগ্বিতন্ডার এক পর্যায়ে সার্জেন্ট ফিরোজ ও কনস্টেবল শ্যামল দত্ত ওই কর্মকর্তাকে বেদম মারধর শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনার প্রতিবাদ ও দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে তিনি ফোর্সসহ ঘটনাস্থলে যান এবং ব্যাংক কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে টঙ্গী থানায় নিয়ে আসেন। ব্যাংক কর্মকর্তা আমির হোসেন বলেন, আচমকা দুই পুলিশ সদস্যের এলোপাতাড়ি লাঠির আঘাতে তার জামাকাপড় ছিঁড়ে গেছে। হাত রক্তাক্ত জখম হয়েছে। গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাংক কর্মকর্তা উল্টো পথে রিক্সাযোগে যেতে চাচ্ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতন্ডা হয়। কেউ কাউকে ছাড় দেয়নি। ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ কনস্টেবলকে ব্যাংক কর্মকর্তার স্বজনরা ছুটে এসে কিল ঘুষি লাথিতে আহত করেন। প্রাথমিকভাবে পুলিশ সদস্যদের অসদাচরণের অভিযাগে তাৎক্ষণিক পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
×