ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার কোরিয়া যাচ্ছে জাতীয় ফুটবল দল

প্রকাশিত: ০৬:৩২, ২৩ জুলাই ২০১৮

  এবার কোরিয়া যাচ্ছে জাতীয় ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার ॥ সেপ্টেম্বর মাসে ঢাকায় বসবে ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০১৮’। নিজ দেশের এই ফুটবল যজ্ঞে শিরোপা জয়ের স্বপ্ন বুনছে লাল-সবুজের দেশ। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপের আগে আগামী মাসে ইন্দোনেশিয়ায় ‘এশিয়ান গেমস্’ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ দল। এই দুই আসরের প্রস্তুতির জন্য গত সাত থেকে ২০ জুলাই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কাতারে আবাসিক ট্রেনিং ক্যাম্প করে। এরপর গত ১৮ জুলাই কাতারের মিসাইমির ফুটবল ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এরপর দেশে ফিরেন মামুনুলরা। কাতার সফরের বিভিন্ন দিক তুলে ধরতে রবিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে সফরে খেলার অভিজ্ঞতা ও সার্বিক দিক অবহিত করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রূপু, প্রধান প্রশিক্ষক জিমি ডে, সহকারী প্রশিক্ষক স্টুয়ার্ট পল, ফিটনেস কোচ রজার পল ডেভিস ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। দলের ম্যানেজার ও প্রধান প্রশিক্ষক সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কাতারে অনুষ্ঠিত আবাসিক ট্রেনিং ক্যাম্প এবং প্রীতি ফুটবল ম্যাচ খেলার সার্বিক দিকসমূহ অবহিত করেন। আগামী ৩০ জুলাই বাংলাদেশ জাতীয় ফুটবল দল কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। কোরিয়ায় অবস্থানকালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ এবং স্থানীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে। কোরিয়া মিশন শেষে বাংলাদেশ দল যাবে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস খেলতে। এশিয়ান গেমস শেষে দেশে ফিরে লাল-সবুজের দেশের প্রতিনিধিদের মিশন হবে সাফ চ্যাম্পিয়নশিপ। মূলত সাফের শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনাই প্রধান চ্যালেঞ্জ বাংলাদেশের। ম্যানেজার সত্যজিৎ দাস রূপু ও কোচ জিমি ডে এমন প্রত্যয়ের কথাই জানিয়েছেন।
×