ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হার দিয়ে শুরু টোরেস-ইনিয়েস্তার

প্রকাশিত: ০৬:৩৩, ২৩ জুলাই ২০১৮

হার দিয়ে শুরু টোরেস-ইনিয়েস্তার

স্পোর্টস রিপোর্টার ॥ স্পেনের জীবন্ত কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। স্বদেশী ক্লাব বার্সিলোনা ছেড়ে নতুন করে ঠিকানা গড়েছেন জাপানে। তবে জে-লীগের অভিষেকটা মোটেও সুখকর হলো না তার। শনিবার ভিসেল কোবের হয়ে খেলতে নেমে নিজের প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ পান তিনি। শোনান বেলমারের কাছে এদিন ৩-০ গোলে লজ্জাজনকভাবে হার মানে আন্দ্রেস ইনিয়েস্তার ভিসেল কোবে। জাপানের জে-লীগে এদিন অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তার এক সময়কার জাতীয় দলের সতীর্থ ফার্নান্দো টোরেসও। বুড়ো বয়সে জাপানে খেলতে গিয়ে এই স্প্যানিয়ার্ডও ইনিয়েস্তার মতো একই স্বাদ পেলেন। নিজেদের মাঠে ভেগাল্টা সেন্দাইয়ের কাছে এদিন ১-০ গোলে হার মানে সেগান টোসু। তবে ফার্নান্দো টোরেসের চেয়ে এদিন আন্দ্রেস ইনিয়েস্তার ওপর আলাদা করে নজর ছিল ফুটবলপ্রেমীদের। তবে প্রথমার্ধের সময়টা বেঞ্চে বসেই পার করতে হয় সাবেক বার্সিলোনার এই স্প্যানিশ মিডফিল্ডারের। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ইনিয়েস্তাকে খেলার সুযোগ করে দেন ভিসেল কোবের কোচ। ততক্ষণে দল ২-০ গোলে পিছিয়ে পড়েছে। গ্যালারিতে উপস্থিত ২৬,০০০ সমর্থক এদিন ইনিয়েস্তার খেলা দেখার জন্যই মুখিয়েছিল। দারুণ কিছু কারিকুরি ঠিকই দেখিয়েছেন ভক্ত-অনুরাগীদের। কিন্তু গোলের দেখা পাননি তিনি। বরং দ্বিতীয়ার্ধের পরের সময়টাতে আরও এক গোল হজম করে ইনিয়েস্তার দল। এর ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ভিসেল কোবেকে। ৩৪ বছর বয়সী আন্দ্রেস ইনিয়েস্তা তার ক্যারিয়ারের পুরো সময়টাই কাটিয়েছেন বার্সিলোনায়। স্প্যানিশ জায়ান্টদের হয়ে অসাধারণ সব পারফর্মেন্স উপহার দিয়েছেন তিনি। কাতালান ক্লাবটিতে থাকার সময় ৩২টি মেজর টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পান এই স্প্যানিয়ার্ড। বার্সিলোনার জার্সিতে খেলেছেন রেকর্ড ৬৭৪ ম্যাচ। কিন্তু গোধূলিবেলাতে যোগ দেন জাপানী ক্লাবে। বার্ষিক ৩০ মিলিয়ন ডলারের বিনিময়ে জে-লীগের ক্লাব ভিসেল কোবেতে যোগ দেন তিনি। আন্দ্রেস ইনিয়েস্তাকে পেয়ে ক্লাবটির সমর্থকরাও প্রাণ খুঁজে পেয়েছিল। কিন্তু ফলাফল এদিন পক্ষে আসেনি তার। বরং জাপানী লীগে চলতি মৌসুমে ষষ্ঠ পরাজয় নিয়ে মাঠ ছাড়ে তার দল ভিসেল কোবে। ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের সদস্য ইনিয়েস্তা। ব্রাজিল বিশ্বকাপের পর সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপেও অংশ নেন তিনি। কিন্তু এবারও বিশ্বমঞ্চে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি ইনিয়েস্তার স্পেন। গ্রুপপর্বের বাধা অতিক্রম করলেও শেষ ষোলো থেকেই বিদায় নেয় ইউরো-বিশ্বকাপ-ইউরোজয়ী স্পেন। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে লজ্জাজনকভাবে বিদায় নেয় পিকে-ইনিয়েস্তারা। এদিকে ইনিয়েস্তারই সাবেক সতীর্থ ফার্নান্দো টোরেসের হারটা মাত্র ১-০ গোলের ব্যবধানে। তবে এটা সাগান টোসুর চলতি মৌসুমের নবম পরাজয়। এই হারের পর তারা এখন অবনমন অঞ্চলে অবস্থান করছে। টোরেস জে-লীগে নতুন করে ঠিকানা গড়ার আগে স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদ এবং ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব লিভারপুলের জার্সিতে আলো ছড়িয়েছেন। জে-লীগে এখন কেমন পারফর্ম করেন? ফুটবলপ্রেমীদের অপেক্ষা সেটাই দেখার।
×