ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জিম্বাবুইয়েকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

প্রকাশিত: ০৬:৩৩, ২৩ জুলাই ২০১৮

  জিম্বাবুইয়েকে হোয়াইটওয়াশ  করল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ের সঙ্গে পাকিস্তানের পাঁচ ওয়ানডে সিরিজ দেখে অনেকেই অবাক হয়েছিল। ফলটাও হলো অনুমিত। প্রতিপক্ষকে ৫-০তে ‘হোয়াইটওয়াশ’ করেছে সরফরাজ আহমেদের দল। বুলাওয়েতে রবিবার পঞ্চম ও শেষ ম্যাচে সফরকারীদের জয় ১৩১ রানে। ইমাম উল হক (১০৫ বলে ১০০) ও বাবর আযমের (৭৬ বলে ১০৬*) জোড়া সেঞ্চুরির সৌজন্যে ৪ উইকেটে ৩৬৪ রানের বিশাল স্কোর গড়ে পাকিস্তান। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৩৩-এর বেশি করতে পারেনি জিম্বাবুইয়ে। ব্যক্তিগত ৮৫ রানের পথে ওয়ানডে ইতিহাসে দ্রুত ১০০০ রানের রেকর্ড গড়েছেন আগের ম্যাচেই প্রথম পাকিস্তানী হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকানো ফখর জামান। এদিন ক্যারিয়ারের নিজের প্রথম ৯ ওয়ানডেতেই ৪ সেঞ্চুরিতে নতুন রেকর্ড গড়েছেন ইমাম উল হকও। সিরিজটা আসলে ছিল পাকিস্তানীদের ব্যক্তিগত সাফল্যে ভাস্বর। যেখানে আর সবাইকে ছাড়িয়ে গেছেন ফখর, ইমাম আর বাবর। ফখরের রান ৬০, ১১৭*, ৪৩*, ২১০* ও ৮৫- সবমিলিয়ে ৫১৫, পাঁচ ওয়ানডের সিরিজে যা নতুন রেকর্ড। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরশত্রু ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পর থেকেই সরফরাজের নেতৃত্বে বদলে যায় পাকিস্তান। রঙিন পোশাকের সংক্ষিপ্ত ফরমেটে এখন দারুণ খেলছে উপমহাদেশের ‘আনপ্রেডিক্টেবল’ এই দলটি।
×