ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাবুলে বিস্ফোরণের ঘটনায় ১৪ জন নিহত

প্রকাশিত: ১৮:০৫, ২৩ জুলাই ২০১৮

কাবুলে বিস্ফোরণের ঘটনায় ১৪ জন নিহত

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিস্ফোরণের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। ওই বিস্ফোরণ ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আবদুল রাশিদ দোসতুম। রবিবার প্রেসিডেন্ট আবদুল দীর্ঘদিন স্বেচ্ছা নির্বাসনের পর দেশে ফেরার কয়েক মিনিচের মধ্যে এ ঘটনা এমন সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। জেনারেল দোসতুম একটি চত্বর পার হয়ে যাওয়ার সময়ই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে তিনি কোনো আঘাত পাননি। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে। কাবুল পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর নয় সদস্য এবং ট্রাফিক কর্মকর্তারা রয়েছেন। বিস্ফোরণে আরও ৬০ জন আহত হয়েছে।
×