ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জার্মান জাতীয় দল থেকে বিদায় নিলেন ওজিল

প্রকাশিত: ১৮:৩১, ২৩ জুলাই ২০১৮

জার্মান জাতীয় দল থেকে বিদায় নিলেন ওজিল

অনলাইন ডেস্ক ॥ অবশেষে জার্মান জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন মেসুত ওজিল। আর্সেনালের এই মিডফিল্ডার জানিয়েছেন, জার্মানির হয়ে আর খেলতে চান না তিনি। রবিবার এক বিবৃতিতে দিয়ে ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার জানান, জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) ‘আচরণ’-এর কারণে জাতীয় দলকে বিদায় বলছেন তিনি। রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি। ওজিলের দাবি, রাশিয়ার আসরে দলের ব্যর্থতার জন্য তাকে দায়ী করা হচ্ছে। গত মে মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে দেখা করার কারণে ওজিলকে জার্মানির রাজনীতিবিদরা সমালোচনা করেছিলেন। জাতীয় দলের হয়ে খেলা ৯২ ম্যাচে ২৩ গোল করেন ওজিল। ২০১৪ সালে জার্মানির ব্রাজিল বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই মিডফিল্ডার।
×