ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি

প্রকাশিত: ১৮:৩১, ২৩ জুলাই ২০১৮

ট্রাম্পকে ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক ॥ ইরানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বৈরী নীতি গ্রহণ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি ট্রাম্পের উদ্দেশে বলেন, আগুন নিয়ে খেলবেন না, তাহলে আপনাকে অনুতপ্ত হতে হবে। ইরানি নিউজ এজেন্সি ইরনার বরাতে এ তথ্য জানা গেছে। ইরানের প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে বলেন, আমরা একটি গৌরবময় জাতি। অতীতকাল থেকেই এ অঞ্চলের সমুদ্রপথে আমরা নিরাপত্তার গ্যারান্টি দিয়ে আসছি। প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি বিপরীত ফল বয়ে আনবে। এমন হুমকি ইরানি জাতিকে ঐক্যবদ্ধ করবে। আমরা নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রকে এ ক্ষেত্রে পরাজিত করবো। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই জানতে হবে ইরানিরা কখনোই কারো কাছে নতিস্বীকার করবে না। প্রসঙ্গত, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে গত ৮ মে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন ডোনাল্ড ট্রাম্প।
×