ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদেশ যাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে ইমরান সরকারের রিট

প্রকাশিত: ২১:১৫, ২৩ জুলাই ২০১৮

বিদেশ যাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে ইমরান সরকারের রিট

অনলাইন রির্পোটার ॥ যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানে ওঠার আগে বাধা দেওয়ার ঘটনাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। আজ সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দির হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির শুনানি হতে পারে। রিটে বিদেশে যেতে বাধা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করার পাশাপাশি রিট আবেদনে বিদেশ যেতে দেওয়ার অনুমতি পাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এ বিষয়ে ইমরান এইচ সরকার বলেন, বিদেশ যেতে না দেওয়ার বিষয়টিকে চ্যলেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেছি। রিটের পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ও তানিয়া আমির শুনানি করবেন। রিটে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, পুলিশের ইমিগ্রেশন বিভাগসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
×