ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘সন্ত্রাসের সমর্থরা আইআরজিসি’র চরম আঘাতের মুখে পড়বে’

প্রকাশিত: ২১:২৯, ২৩ জুলাই ২০১৮

‘সন্ত্রাসের সমর্থরা আইআরজিসি’র চরম আঘাতের মুখে পড়বে’

অনলাইন ডেস্ক ॥ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরীফ বলেছেন, সীমান্তরক্ষীদের ওপর সন্ত্রাসীদের হামলায় যারা সহযোগিতা করেছে তাদেরকে আইআরজিসি’র চরম আঘাতের মুখে পড়তে হবে। ইরাক সীমান্তের একটি সামরিক চেকপয়েন্ট সন্ত্রাসী হামলায় আইআরজিসি’র শহীদ ১১ সদস্যের দাফন অনুষ্ঠানে সম্প্রতি জেনারেল রামাজান শরীফ একথা বলেন। তিনি বলেন, দাফন অনুষ্ঠানে কুর্দিস্তান প্রদেশের বিপুল সংখ্যক লোকের উপস্থিতি জনগণের সঙ্গে আইআরজিসি’র শক্ত বন্ধনের কথা প্রমাণ করে। তিনি বলেন, সন্ত্রাসীদের সমর্থকদের ওপর আঘাত হানার জন্য আইআরজিসি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শুক্রবার রাতে ইরাক সীমান্তের একটি সামরিক চেকপয়েন্টে সন্ত্রাসীদের হামলা এবং একই সময়ে একটি গোলাবারুদের গুদামে বিস্ফোরণের ঘটনায় আইআরজিসি’র ১১ সদস্য শহীদ হন। হামযা সাইয়্যেদ আশ-শোহাদা সামরিক ঘাঁটি জানিয়েছিল, শুক্রবার রাতে মারিভান এলাকার দারি গ্রামে এ হামলা হয় এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে গোলাবারুদের গুদামে বিস্ফোরণ ঘটে।
×