ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আত্মপ্রকাশ হলো টোকিও অলিম্পিকের মাসকট!

প্রকাশিত: ২১:৫৫, ২৩ জুলাই ২০১৮

আত্মপ্রকাশ হলো টোকিও অলিম্পিকের মাসকট!

অনলাইন ডেস্ক ॥ দুই বছর বাকি থাকতেই আত্মপ্রকাশ ২০২০ টোকিও অলিম্পিকের মাসকট'র৷ একই সঙ্গে টোকিও প্যারালিম্পিকের মাসকটও প্রকাশ করা হলো। ২০২০’র ২৪ জুলাই থেকে ৯ অগস্ট পর্যন্ত টোকিওয় অনুষ্ঠিত হবে পরবর্তী অলিম্পিক গেমস৷ ঠিক তার পরে ২৫ অগস্ট থেকে ৬ সেপ্টেম্বর একই কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হবে প্যারালিম্পিক গেমস৷ সুতরাং হাতে এখনও দু’বছর সময় রয়েছে৷ এই অবস্থায় আয়োজক জাপান অলিম্পিক সংস্থার পক্ষ থেকে দুই গেমসের মাসকট প্রকাশ করা হয়৷ অলিম্পিক গেমসের মাসকটের নাম দেওয়া হয়েছে মিরাইতোয়া৷ প্যারালিম্পিক গেমসের মাসকট সোমেইতি৷ সনাতনী জাপানি সংস্কৃতি ও উদ্ভাবনী শক্তির মিশেলে রুপ দেওয়া হয়েছে মাসকট দু’টির৷ গত বছর ১ থেকে ১৪ অাগস্ট মাসকট নির্বাচনের প্রক্রিয়া শুরু করে আয়োজকরা৷ ৭ ডিসেম্বর কাকেজুকা এলিমেন্টারি স্কুলে প্রাথমিকভাবে তিনটি পৃথক জুটির মডেল প্রকাশ করা হয়৷ ১১ ডিসেম্বর থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ভোট দেন নিজেদের পছন্দের মাসকট জুটিকে৷ ২৮ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা করা হয়৷ শেষমেশ দু’টি মাসকটের নামকরণ করে তা প্রকাশ করে আয়োজক কমিটি৷ অলিম্পিকের মাসকট মিরাইতোয়া’র নামকরণ করা হয়েছে জাপানি শব্দ ‘মিরাই’, যার অর্থ ভবিষ্যৎ ও ‘তোয়া’ অর্থাৎ চিরন্তন বা অনন্তকালের সনম্বয়ে৷ প্যারালিম্পিক্সের ম্যাসকট সোমেইতি’র নামরকণ করা হয়েছে জাপানি শব্দ সোমেইয়োশিনহো ও ইংরাজি শব্দবন্ধ ‘সো-মাইটি’র অনুকরণে৷ নির্মিয়মান অলিম্পিক ভিলেজের সামনের নদীতে ওয়াটার প্যারেডে আত্মপ্রকাশ করে মিরাইতোয়া ও সোমেইতি৷ ক্যারাটে তারকা কিয়ো শিমিজু ও প্যারা-অ্যাথলিট হাজিমু আশিদার হাত ধরে ওয়াটার প্যারেড সারে দুই মাসকট৷ পরে শহরের বিভিন্ন প্রান্তে আনুষ্ঠানিকভাবে দুই মাসকটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় জাপানি নাগরিকদের৷
×