ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ৬ ট্রলারের ১৪ জেলে নিখোঁজ

প্রকাশিত: ২২:৫৮, ২৩ জুলাই ২০১৮

ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ৬ ট্রলারের ১৪ জেলে নিখোঁজ

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা ॥ সুন্দরবন সংলগ্ন সাগরে মাছ ধরার সময় ঘুর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ৬টি মাছধরা ট্রলারের ১৪ জেলে নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে সাগরে কোষ্টগার্ড, নৌবাহিনী ও বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির শতাধীক সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধার কারীরা সোমবার সকাল ১০ টার দিকে এফবি তারেক-১ নামে একটি মাছ ধরার ট্রলার গভীর সমুদ্র থেকে উদ্ধার করেছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ জেলেদের মধ্যে যাদের নাম যানা গেছে তারা হলেন, সফেজ উদ্দিন, লিটন মিয়া, রুবেল, হেলাল উদ্দিন, লতিফ, নুরুল হক ও হাসান মিয়া। তাদের সকলের বড়ি বরগুনা জেলার বিভিন্ন এলাকায়। গেলাম মোস্তফা চৌধুরী জানান, গত শনিবার সকালে বঙ্গোপসাগরে ঝরের কবলে পড়ে ৬ ট্রলার ডুবে গেছে এবং শতাধীক ট্রলার দেড় সহস্রাধীক জেলে নিয়ে নিখোঁজ রয়েছে। এর মধ্যে ভারত সিমান্তবর্তী লোকালয়ে ১২টি ট্রলার আশ্রয় নিলে ৮টি ট্রলার ভারতীয় কোষ্টগার্ডের সহযোগিতায় সোমবার সকালে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। অপর ৪টি ট্রলার ইঞ্জিন বিকল হওয়ায় মেরামতের কাজ চলছে তারা ২-১ দিন পর রওনা হবে। ট্রলার মালিক সমিতির সদস্য ও ট্রলার মালিক শানু কমম্পানী জানান, ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের বঙ্গবন্ধুর চর এলাকায় অনেক ট্রলার আশ্রয় নিলে সুন্দরবনের জলদস্যু বাহিনী পিরোজপুর জিয়ানগরের এফবি মা মনি ট্রলারসহ ৪ জেলেকে মুক্তিপনের জন্য অপহরণ করেছে। অপহৃত জেলেরা হচ্ছে, শাহিন মিস্ত্রী, খালেক মাঝি, শাহেরুন মোল্লা ও ওহাব আলী খান।
×