ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডোমারে শীলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন বিতরন

প্রকাশিত: ২৩:৫৬, ২৩ জুলাই ২০১৮

ডোমারে শীলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন বিতরন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর ডোমার উপজেলায় সম্প্রতি শীলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন বিতরন করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে বার্ষিক উন্নয়ন কর্মসুচি (এডিবি) অর্থায়নে উপজেলা প্রশাসন ঢেউটিন বিতরনের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার প্রতিষ্ঠানগুলোতে চার শত ১৬পিচ ঢেউটিন বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা প্রোকৌশলী আব্দুর রউফ, ডোমার থানার ওসি মোকছেদ আলী ব্যপারী, আওয়ামী লীগ সম্পাদক তোফায়েল আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। এরআগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রোকৌশল কার্যালয়ের আয়োজনে স্থানীয় সরকার প্রোকৌশল অধিদপ্তর এক শত দুস্থ মহিলাদের (এলসিএস) এক দিনের এলজিএ প্রশিক্ষনের উদ্বোধন করেন এমপি আফতাব উদ্দিন সরকার।
×