ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলার বিচার তিনবছরেও শেষ হয়নি

প্রকাশিত: ০০:৩৪, ২৩ জুলাই ২০১৮

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলার বিচার  তিনবছরেও শেষ হয়নি

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ চাঞ্চল্যকর মাগুরা শহরতলীর দোয়ারপাড় এলাকায় দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ এর ঘটঁনার আজ সোমবার তিন বছর অতিক্রান্ত হলো । তিনবছরেও শেষ হয়নি মামলার বিচার। চাঞ্চল্যকর মামলাটি মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। এই আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন অন্যত্র বদলি হওযায় নতুন বিচারক না আসায় আগামী ২৭ আগষ্ট ২০১৮ পরবর্তী দিন ধার্য্য হয়েছে । এই মামলার আসামীরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সেন সুমন, আলী আকবর , মুজিব, সুমন আলী, ফরিদুর রহমান ফরিদ, সাগর, বাপ্পি গাজী, ইলিয়াস, সোহেল, লিটন মল্লিাক, মিল্টন মল্লিক, নজরুল, সোহবান শেখ, সোলাইমান জেয়ারদার, তৈয়বুর রহমান তোতা, মুন্না ও আয়নাল শেখ । রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, এই ঘঁটনার আজ তিনবছর অতিক্রান্ত হলো। মামলাটি সাক্ষ্য গ্রহন পর্যায়ে রয়েছে।
×