ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে বিনামূল্যের ২৬৫০পাঠ্যবই আটক

প্রকাশিত: ০১:২৬, ২৩ জুলাই ২০১৮

পার্বতীপুরে বিনামূল্যের ২৬৫০পাঠ্যবই আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের পার্বতীপুরে স্কুলের গুদাম ঘরে বিনা মূল্যে বিতরণের জন্য রাখা জাতীয় টেক্স বুক বোর্ডের বিপুল পরিমাণ পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশে গোপনে পাচারের সময় দুই ভ্যান চালকসহ বইগুলো আটক করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যায় শহরের পুরাতন বাজারের আবদুল সাফি মেমোরিয়াল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। স্কুল থেকে রিক্সা-ভ্যানে করে ২০১৭ সালের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির ২ হাজার ৬৫০ পাচারের সময় স্থানীয় লোকজন দুইটি ভ্যানসহ চালক ওয়াকিল ও শরিফুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। বই আটকের ঘটনায় রবিবার রাত ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার বাদী হয়ে আব্দুস সাফি মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল জলিলকে আসামী করে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা (নং-২৭। তারিখ-২২-৭-২০১৮) দায়ের করেন। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
×