ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুরাগ নদী থেকে ছাত্রের লাশ উদ্ধার, বন্ধু আটক

প্রকাশিত: ০২:২১, ২৩ জুলাই ২০১৮

তুরাগ নদী থেকে ছাত্রের লাশ উদ্ধার, বন্ধু আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালিয়াকৈর হতে নিখোঁজের দু’দিন পর টঙ্গীর তুরাগ নদী থেকে পুলিশ এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার এলাকাবাসি নিহতের এক বন্ধুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহতের নাম সোহাগ হোসেন (১৮)। সে কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকার আলী হোসেনের ছেলে। সোহাগ স্থানীয় সুফিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। পুলিশ ও নিহতের পরিবার জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকার আলী হোসেনের দুই ছেলের মধ্যে সোহাগ বড়। লেখাপড়ার পাশাপাশি প্রতিবেশি বিল্লালের বাড়ির ভাড়াটিয়া শাহীন ও কয়েক বন্ধুসহ সোহাগ একটি এমএলএম কোম্পানীতে কাজ করতো। শুক্রবার বিকেলে শাহিনের সঙ্গে বাসা থেকে সোহাগ বের হয়ে আর ফিরে আসে নি। রাতে তার মোবাইল বন্ধ পেয়ে স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তার কোন সন্ধান পায়নি। নিখোঁজের দু’দিন পর রবিবার রাতে ইজতেমা ময়দান এলাকায় ব্রীজের পাশে তুরাগ নদীতে এক কিশোরের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সোহাগের স্বজনরা ঘটনাস্থলে এসে সোহাগের লাশ বলে সনাক্ত করে। পরে টঙ্গী মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার এলাকাবাসি নিহতের বন্ধু শাহীনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃত শাহীন গাইবান্দা ঢলভাঙ্গা থানার নন্দিনা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। টঙ্গী মডেল থানার ওসি কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে সোহাগকে হত্যা করা হয়েছে। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে টঙ্গী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এলাকাবাসী
×