ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিচিত্র তথ্য

প্রকাশিত: ০৭:৫০, ৩ আগস্ট ২০১৮

বিচিত্র তথ্য

সোনায় মোড়ানো বিয়ে... ব্রুনাইয়ের সুলতানের ছেলের বিয়ে আলোচনায় ছিল অনেকটা সময়। বিশ্বের অন্যতম ধনী দেশটিতে বিয়ের আয়োজন হয়েছিল ১১ দিন ধরে। ব্যবহৃত হয়েছিল শত শত ভরি সোনা, খরচ হয়েছে কোটি কোটি টাকা। বর-কনের সিংসাহনটা পুরোপুরি সোনার তৈরি। সিংহাসনে সোনালি আলোয় যেন ঝিকমিক করছিল চার দিক। এছাড়াও ফুলের তোড়াও সোনা দিয়ে তৈরি করা হয়েছিল। কনের জুতাটাও সাধারণ কোন জুতা ছিল না। মহাম্ল্যূবান সব পাথরে খচিত জুতাটিও ছিল সোনার তৈরি। বিয়ের আগেও ডোপ টেস্ট! খেলাধুলায় খেলোয়াড়দের ডোপ টেস্ট একটি স্বাভাবিক বিষয়। খেলার আগে তাদের রক্ত এবং মূত্র পরীক্ষা করে দেখা হয় তারা শারীরিক শক্তিবর্ধক কোন ওষুধ কিংবা মাদক সেবন করেছে কিনা। কিন্তু তাই বলে বিয়ের আগে ডোপ টেস্ট? শুনতে আশ্চর্য মনে হলেও এই বিষয়টি ঘটেছে ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের রাজধানী চন্ডিগড়ে। সেখানে স্বামীর মাদক সেবনজনিত কারণে একাধিক বিয়ে ভেঙ্গে যাওয়ার দরুণ রাজধানী কর্তৃপক্ষ পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে একটি লিখিত সুপারিশ দাখিল করেছে। রাজধানী কর্তৃপক্ষ জানিয়েছে মাদক সেবনজনিত কারণে রাজ্যে একের পর এক বিয়ে ভেঙ্গে যাচ্ছে। ফলে সময় এসেছে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার। তারা পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করতে প্রস্তুত আছে। হাইকোর্ট কর্তৃপক্ষ এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বিষয়টি বিবেচনার কথা জানিয়েছে। এতে করে উদ্যোগটি যদি গৃহীত হয় তবে এটিই হবে ভারতের প্রথম কোন রাজ্য যেখানে বিয়ের আগে বর-কনে উভয়কে ডোপ টেস্টে উতরে বিয়ের পিঁড়িতে বসতে হবে। শহিদুল ইসলাম
×