ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংকটে পড়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প ॥ বিজিএমইএ

প্রকাশিত: ০১:৩৫, ৬ আগস্ট ২০১৮

সংকটে পড়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প ॥ বিজিএমইএ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত এক সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঠিকমতো পোশাক শিল্পের আমদানি ও রপ্তানি পণ্য আনা নেওয়া করা সম্ভব হয়নি। এতে বন্দরের কন্টেইনার ভর্তি রপ্তানিযোগ্য পণ্য পড়ে আছে। আর জাহাজীকরণের অপেক্ষায় কারখানায় পড়ে আছে তৈরি পণ্য। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনকে আমরাও সাপোর্ট করি। কিন্তু এতে করে বেশ কিছু বিদেশী ক্রেতা আমাদের সঙ্গে তাদের ট্রিপ বাতিল করেছে। সে জন্য আমরা দ্রুত এই এই পরিস্থিতির সমাধান আশা করছি বলে মন্তব্য করেছেন বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান। সোমবার রাজধানীর বিজিএমইএ ভবনে চলমান ছাত্র আন্দোলন এবং উদ্ভূত পরিস্থিতি বিষয়ে বিজিএমইএ এর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, যানবাহন পরিস্থিতি স্বাভাবিক না হলে অনেক কারখানা স্টকলট এর শিকার হবে। অনেক কারখানা এয়ার ফ্লেইট করতে বাধ্য হবে। এর মাশুল দিতে হবে পোশাক শিল্পকে। আমরা যখন অ্যাকর্ড ও অ্যালায়েন্স এর সকল শর্ত পূরণ করে নিজেদের মতো করে চলার প্রস্তুতি নিচ্ছি তখন এ ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি আমাদের পিছিয়ে দেয়। ক্রেতাদের আস্থা হানি ঘটে। শিল্পের ভাবমূর্তি ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এমন কোনো কর্মকাণ্ড আমরা চাই না যাতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্যবসা-বাণিজ্য পিছিয়ে দেয়।
×