ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বকেয়া কর পরিশোধে এডভান্সড কেমিক্যালকে এনবিআরের নোটিশ

প্রকাশিত: ০৩:১৮, ৬ আগস্ট ২০১৮

বকেয়া কর পরিশোধে এডভান্সড কেমিক্যালকে এনবিআরের নোটিশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বকেয়া কর পরিশোধে এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) মূল্য সংযোজন কর (ভ্যাট) শাখা থেকে প্রতিষ্ঠানটিকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়। সোমবার এলটিইউ ভ্যাট শাখার কর্মকর্তারা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠানটিকে পাঠানো চিঠি থেকে জানা যায়, ২০১২ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত মূসক ও অনাদায়ী উৎসে মূসক বাবদ ১৪ লাখ ৭৭ হাজার ২৪৬ টাকা বকেয়া রয়েছে। নির্দিষ্ট সময়ে কেন এই অর্থ পরিশোধ করা হবে না, মূল্য সংযোজন করা আইন’র ৫৫ এর উপ-ধারা (১) অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সম পরিমাণ এই অর্থ এনবিআরের প্রাথমিক দাবিনামা হিসেবেও বিবেচিত হবে। চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে দাবিকৃত এই রাজস্ব পরিশোধ করতে বলা হয়েছে।
×