ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কপিলের মতো ক্রিকেটার একশো বছরে একজন আসে ॥ গাভাস্কার

প্রকাশিত: ১৯:৫৯, ৭ আগস্ট ২০১৮

কপিলের মতো ক্রিকেটার একশো বছরে একজন আসে ॥ গাভাস্কার

অনলাইন ডেস্ক ॥ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর আগমনের পরে অনেকেই কপিল দেবের সঙ্গে হার্দিকের তুলনা শুরু করেছিলেন। চলতি ইংল্যান্ড সফরে প্রথম টেস্টের পরে সুনীল গাভাস্কার বুঝিয়ে দিলেন, তিনি কোনও ভাবেই এই তুলনা চান না। একটি টিভি চ্যানেলে সোমবার গাভাস্কার বলেন, ‘‘কপিল দেবের সঙ্গে কারও তুলনাই হওয়া উচিত নয়। কপিলের মতো ক্রিকেটার শুধু এক প্রজন্মেই নয়, একশো বছরে একজন আসে। ঠিক ডন ব্র্যা়ডম্যান আর সচিন তেন্ডুলকারের মতো।’’ আরও একটা ব্যাপারে বিরক্ত দেখাচ্ছে গাভাস্কারকে। শিখর ধাওয়ানের ব্যাটিং। যে ভাবে টেস্টে ব্যাট করছেন ধাওয়ান, তাতে খুশি নন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি এই প্রাক্তন ওপেনার। গাভাস্কারের মন্তব্য, ‘‘শিখর ওর খেলাটা বদলাতেই চায় না। এত দিন যে ভাবে রান করেছে, সে ভাবেই ব্যাট করতে চায়। এই ভাবে খেলে ওয়ান ডে-তে সফল হওয়া সম্ভব, কারণ তখন স্লিপে বেশি ফিল্ডার থাকে না। ফলে বল ওখান দিয়ে বাউন্ডারিতে চলে যায়। কিন্তু টেস্টে সেটা সম্ভব নয়। টেস্টে ও রকম শট খেললে আউট হয়ে ফিরে যেতে হয়। একজন ব্যাটসম্যান যদি মানসিক ভাবে নিজেকে বদলাতে না পারে, তা হলে টেস্টে সাফল্য পাওয়া কঠিন।’’ সিরিজে ০-১ পিছিয়ে থাকার কারণে গাভাস্কার মনে করেন, লর্ডস টেস্টে ভারতের উচিত হবে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানো। সানি বলেছেন, ‘‘আমি হলে একজন বাড়তি ব্যাটসম্যান হিসেবে চেতেশ্বর পূজারাকে খেলাতাম। ওর টেকনিক এবং ধৈর্য আছে টেস্ট ক্রিকেটে সফল হওয়ার।’’ কিন্তু কার জায়গায় খেলানো হবে পূজারাকে? গাওস্করের জবাব, ‘‘সেটা পিচ দেখে ঠিক করতে হবে। পিচ যদি সবুজ না হয়, তা হলে আমি উমেশ যাদবকে বসিয়ে পূজারাকে খেলাব। হার্দিককে দলে রেখে দেব।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×