ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের মেগাপ্রকল্পে অর্থায়নে আগ্রহী এডিবি

প্রকাশিত: ০২:৩২, ৭ আগস্ট ২০১৮

বাংলাদেশের মেগাপ্রকল্পে অর্থায়নে আগ্রহী এডিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের মেগাপ্রকল্পসহ বড় সব প্রকল্পেই অর্থায়ন করতে চায় এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। সংস্থাটির মতে, টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রকল্প বাস্তবায়নে সুশাসন নিশ্চিত করা জরুরি। অর্থ প্রতিমন্ত্রী জানালেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বরাবরই ভুমিকা রয়েছে এডিবির। আমলে নেয়া হচ্ছে তাদের পরামর্শও। বাংলাদেশের সাড়ে চার দশকের দীর্ঘ পথচলার উন্নয়নে অংশিদার নানা দেশ ও সংস্থা। যে তালিকায় অন্যতম এশীয় উন্নয়ন ব্যাংক। স্বাধীন বাংলাদেশে এডিবির প্রথম সহযোগিতা আসে ১৯৭৩ সালে, খাদ্য নিরাপত্তা, যোগাযোগ-পরিবহন ও বিদ্যুৎ-জ্বালানি খাতের উন্নয়নে। পরে যার সাথে যোগ হয় নিরাপদ স্বাস্থ্য, শিক্ষা আর আর্থিকখাতের সুশাসন। সময়ের সাথে বাড়তে থাকে সংস্থাটির ঋণ সহযোগিতাও। এ পর্যন্ত উন্নয়নের জন্য সাড়ে ২০ বিলিয়ন ডলারের ঋণ দিয়েছে সংস্থাটি। কারিগরি দক্ষতা বাড়াতে পাওয়া গেছে ২৫৮ মিলিয়ন ডলারের ঋণ। আর অনুদান মিলেছে ৭৮৭ মিলিয়ন ডলার। বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রায় সন্তুষ্টি এডিবিরও। সংস্থাটির আবাসিক প্রতিনিধি জানালেন, মেগা ও বড় প্রকল্পে বিনিয়োগে আগ্রহী এডিবি। পরামর্শ দিয়েছেন প্রকল্প বাস্তবায়নের নজরদারি বাড়ানোর। বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘ মেয়াদী কৌশলের অনুমোদন দিয়েছে সংস্থাটি।
×