ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদার জামিন ১৩ আগস্ট পর্যন্ত বাড়লো

প্রকাশিত: ০২:২৫, ৮ আগস্ট ২০১৮

খালেদার জামিন ১৩ আগস্ট পর্যন্ত  বাড়লো

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদন্ড নিয়ে কারাগারে বন্দি খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ১৩ আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন হাইকোর্ট। এ নিয়ে এই মামলায় পঞ্চমবারের মতো তার জামিনের মেয়াদ বাড়নো হলো। একই সঙ্গে তার জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি রেখেছেন আদালত। বুধবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আব্দুর রেজাক খান ও এজে মোহাম্মদ আলী। তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম।
×