ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘকে জানিয়ে দিয়েছি, অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৩:৩৩, ৮ আগস্ট ২০১৮

জাতিসংঘকে জানিয়ে দিয়েছি, অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি জাতিসংঘের কাছে নালিশ দিয়েছে উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন, আমরা জাতিসংঘকে জানিয়ে দিয়েছি,অপপ্রচারে বিভ্রান্ত হবেন না ৷ তারা এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের(টিএসসি) মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক ছাত্রী সমাবেশে তিনি এসব কথা বলেন ৷ সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা অনেক সহ্য করেছি,ধৈর্য ধরেছি ৷ ছাত্রদের কাছে আমাদের নেত্রীর প্রতিশ্রুতি আমরা অক্ষরে অক্ষরে পালন করবো ৷ ছাত্রদের আন্দোলন যুক্তিসঙ্গত ছিল ৷ ছাত্রদের ইনোসেন্ট মুভমেন্টকে রাজনৈতিক সন্ত্রাসে রূপ দিয়েছে বিএনপি ও তার উগ্র সাম্প্রদায়িক দোসররা ৷ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ৷ অপপ্রচার করে আমাদের অর্জনকে কালিমালিপ্ত করতে চায় তারা ৷ দেশের মানুষ তাদের ডাকে সাড়া দেয় না ৷ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, সংলাপ সংলাপ করে বিএনপি জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাইছে ৷ ছাত্রলীগের নারী কর্মীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন,'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের মতো আদর্শবান ও তাঁর জীবনসংগ্রাম থেকে শিক্ষা নিতে পারলে তোমরা সহধর্মিণী ও নেত্রী হিসেবে অনেক দূর এগিয়ে যেতে পারবে ৷ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় ও সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনসহ ঢাবির ছাত্রী হলের শীর্ষ নেতৃবৃন্দ অালোচনা সভায় বক্তব্য রাখেন ৷
×