ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফজালুর রহমান সিনহা আর নেই

প্রকাশিত: ১৮:২০, ৯ আগস্ট ২০১৮

আফজালুর রহমান সিনহা আর নেই

অনলাইন রিপোর্টার ॥ না ফেরার দেশের চলে গেলেন বিশিষ্ট শিল্পপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান আফজালুর রহমান সিনহা (ইন্নালিল্লাহি… রাজিউন)। কাল ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। দীর্ঘদিন থেকে তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। বিসিবির বোর্ড পরিচালক হিসেবে সিনহা সর্বশেষ বিপিএলের গভর্নিং কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ক্রীড়াঙ্গনে তিনি একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবেই পরিচিত। সূর্যতরুণ ক্লাবসহ বিভিন্ন ক্লাবের পৃষ্ঠপোষক ছিলেন, আবাহনীর হকি দলেও ছিল তার বড় অবদান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। তিনি দেশের অন্যতম অভিজাত ‘ঢাকা ক্লাবে’র প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া, নিবেদিতপ্রাণ এই ক্রীড়া সংগঠক একমি গ্রুপের চেয়ারম্যান ছিলেন। গত কয়েক মাস সিঙ্গাপুর ও থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। থাইল্যান্ডে চিকিৎসা নেয়ার পর দেশে ফিরে আবারও ভারতে যান চিকিৎসা নিতে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতিসহ দেশের অন্যান্য ক্রীড়া সাংবাদিক সংগঠনগুলো।
×