ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চেলসি ছেড়ে রিয়ালে কোর্তোয়া

প্রকাশিত: ১৯:০২, ৯ আগস্ট ২০১৮

চেলসি ছেড়ে রিয়ালে কোর্তোয়া

অনলাইন ডেস্ক ॥ বেশ কিছু দিন ধরে চলতে থাকা গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে। বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে দলে টানতে তার বর্তমান ক্লাব চেলসির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। বুধবার দুটি ক্লাবই নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে। ব্যক্তিগত বিষয়ে আলোচনা ও মেডিকেল পরীক্ষা শেষে রিয়ালের সঙ্গে ছয় বছরের চুক্তি করবেন রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী কোর্তোয়া। চুক্তির অংশ হিসেবে রিয়ালের ক্রোয়াট মিডফিল্ডার মাতেও কোভাচিচ এক মৌসুমের জন্য ধরে চেলসিতে যোগ দিচ্ছেন। এছাড়া সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ২৬ বছর বয়সী এই গোলরক্ষককে কিনতে তিন কোটি ৮৮ লাখ ইউরো গুণতে হচ্ছে রিয়ালকে। রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ামের অন্যতম সেরা পারফরমার ছিলেন কোর্তোয়া। ২০১১ সালে চেলসিতে যোগ দিয়ে প্রথম তিন মৌসুম ধারে আতলেতিকো মাদ্রিদে কাটানোর পর ২০১৪ সালের জুনে স্ট্যামফোর্ড ব্রিজে ফেরেন তিনি। চেলসির হয়ে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগসহ মোট চারটি শিরোপা জেতেন থিবো কোর্তোয়া। দলটির হয়ে মোট ১৫৪ ম্যাচ খেলে ৫৮টিতে জাল অক্ষত রাখেন তিনি।
×