ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে নামমাত্র সূচক বৃদ্ধি

প্রকাশিত: ২৩:৫৮, ৯ আগস্ট ২০১৮

শেয়ারবাজারে নামমাত্র সূচক বৃদ্ধি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বুধবার নামমাত্র উত্থানে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক সামান্য বেড়েছে। তবে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে। তবে উভয় বাজারেই অনুৎপাদনশীল কোম্পানিগুলোর দর হারিয়েছে বেশি। আরও উৎপাদন বন্ধ থাকা কোম্পানি তালিকাচ্যুতি হবে এমন সংবাদ বাজারে ছড়িয়ে পড়ার কারণে কোম্পানিগুলোর ক্রেতা কমেছে। এর বাইরে ব্যাংক ও আর্থিক খাতের কোম্পানিগুলোর চাহিদা বেড়েছে বেশি। জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ ও সিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৪৫ ও ১ হাজার ৮৯৩ পয়েন্টে। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬২৭ পয়েন্টে। অপর সূচক সিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ০৬৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১, সিএসই-৩০ সূচক ১৮ ও সিএসআই ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২০৪, ১৪ হাজার ৫৯১ ও ১ হাজার ১১২ পয়েন্টে। জানা গেছে, ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৩ কোটি ৯৩ লাখ টাকার। যা আগের দিন থেকে ২১ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭২৪ কোটি টাকার। অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৩৯ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৪কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২৬ কোটি টাকার। ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৭০টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। আর সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৪টির, কমেছে ১১৪টির ও অপরিবর্তিত রয়েছে ২২টির দর। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিবিএস কেবল, ইউনাইটেড পাওয়ার, সায়হাম টেক্সটাইল, আমান কটন, প্যারামাউন্ট টেক্সটাইল, মুন্নু সিরামিক, গ্রামীন ফোন, লিগ্যাসি ফুটওয়ার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইনটেক, সিমটেক্স, সায়হাম টেক্স, ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড, সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড, লিগ্যাসি ফুটওয়ার, ফাস ফাইনান্স, যমুনা ব্যাংক, বিবিএস কেবল ও এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : শ্যামপুর সুগার, দুলামিয়া কটন, সাভার রিফ্যাক্টরীজ, জুট স্পিনার্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, আইএসএন ও আমান কটন।
×