ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাসির উদ্দিন আহমেদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হলেন

প্রকাশিত: ০০:৩০, ৯ আগস্ট ২০১৮

নাসির উদ্দিন আহমেদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হলেন

অনলাইন রিপোর্টার ॥ পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এর আগে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। নতুন আদেশে তাকে আগের কর্মস্থলে সচিব হিসেবে পদায়ন করা হয়। নাসির উদ্দিন বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকার সময় গত বছরের ৩১ ডিসেম্বর একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পান নাসির উদ্দিন। গত ১৫ মার্চ তথ্য মন্ত্রণালয় থেকে তাকে বদলি করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নেয়া হয়। তিনি ১৯৬০ সালে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। সচিব হচ্ছেন কোনো মন্ত্রণালয় বা বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা। বর্তমানে প্রশাসনে ৭৮ জন সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিব রয়েছেন।
×