ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভৈরবে প্রতিপক্ষের বাড়ীঘরে অগ্নিসংযোগ, আহত ২৫

প্রকাশিত: ০৪:০৬, ৯ আগস্ট ২০১৮

ভৈরবে প্রতিপক্ষের  বাড়ীঘরে  অগ্নিসংযোগ, আহত ২৫

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ বৃহস্পতিবার দুপুরে ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর এলাকায় সিএনজি চালক সিদ্দিক হত্যা মামলার আসামীরা আদালত থেকে জামিনে এসে প্রতিপক্ষের বাড়ীতে হামলা করে বাড়ী ঘর ভাংচুর চালিয়ে ৫ টি বাড়ী ও ৩০ টি খড়ের পাড়ায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় এলাকাবাসী আহত ১৩ জন কে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের মধ্যে মুমুর্ষ ইয়াকুব আলী সহ ৭ জন কে ঢাকায় প্রেরন করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায় গত মাসের ১৫ তারিখে নিহত সিএন জি চালক সিদ্দিক হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান সাফায়াত উল্লাহ সহ ৫৩ আসামী আদালত থেকে গতকাল জামিনে এসে আজ দুপুরে কয়েকশ লোক নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকদের উপর হামলা চালায় এবং মামলার সাক্ষীদের বেধরক পিটিয়ে আহত করে।
×