ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৭:৪৪, ১০ আগস্ট ২০১৮

ফ্যাশন সংবাদ

আড়ং তাগা ম্যান পুরুষদের জন্য নতুন ফ্যাশন ব্র্যান্ড, ‘তাগা ম্যান’ উদ্বোধন হয়ে গেল ধানমণ্ডি সাত মসজিদ রোডের প্রথম শোরুমে। এ উদ্দেশ্যে আয়োজিত একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দরা। কাস্টমাররা তাগারের পণ্যগুলো অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ‘ধধৎড়হম.পড়স/ঃধধমধ’ ওয়েবসাইট থেকে। ‘তাগা’ এবং ‘তাগা ম্যান’ বাংলাদেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের সাব-ব্র্যান্ড এবং ব্র্যাকের সামাজিক প্রতিষ্ঠান। ফড়িং ঈদকে সামনে রেখে ফ্যাশন হাউস ফড়িং বেশকিছু নতুন ডিজাইন বাজারে নিয়ে এসেছে। শুধু উৎসব নয় ঋতুকে মাথায় রেখে কাপড় ও রং ব্যবহার করা হয়েছে। এসব পোশাকে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে মেরুন, লাল, কালো, সাদা, নীল, গোলাপি, হলুদ, গোল্ডেন, টিয়া, কমলা, সবুজ, আকাশী প্রভৃতি। শাড়ি, সালোয়য়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, প্রভৃতি পোশাকে কাজ করা হয়েছে এ্যাম্ব্রয়ডারি, এ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, ¯েপ্র, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি। বি. দ্র. আরও থাকছে মাটির গহনা, হ্যান্ডিক্রাফটের ব্যাগ প্রভৃতি। কায়ারা এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল ফ্যাশন হাউস ‘কায়ারা-দ্য মাল্টি ব্র্যান্ড স্টোর’-এর ২য় শাখার। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজা হক রিনা, সহসভাপতি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সেক্রেটারি-পেশাজীবী নারী সমাজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন দেশের গণ্যমান্য ব্যক্তিরা এবং সেলিব্রেটি একঝাঁক মডেল। উল্লেখ্য, ২০১৬ সালে কায়ারার স্বত্বাধিকারী আইরিন হক আইভির উদ্যোগে ১৫ জন নারী উদ্যোক্তা নিয়ে ঢাকার বনানীতে প্রথম কায়ারার যাত্রা শুরু হয়। হুর বাই সৌমিন আফরিন, আর বাই রুমা,পাএসএ, নাবিলা কিবরিয়া, আবেয়া ফ্যাশন বাংলাদেশ, ফ্যাশন ক্রিয়েশন, ডিসায়ার বাই আফি, টাইরা, স্টাইল মি, এটায়ারা বাই রেহনুমা, জেবিন্স, ভোগ ক্যাসিটা বাই হিমা আফরিন, স্পাকলে ট্রেন্ডা থ্রেডস, তিতলি দ্য বাটার ফ্লাই, আরসি, চেরিস, গালস ক্লোসেট, ওমেন্স ড্রেসিডেল, রোজ বেলা। প্যান এশিয়ান র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের আঙিনা সজ্জিত হয়েছে প্যান এশিয়ান দেশগুলোর ঐতিহ্যের প্রেক্ষিতে যেমন মালয়েশিয়ার ঘুড়ি, চীনা লণ্ঠন ও এমন আরও নানা প্রকার সাজে অলঙ্কারে। অনুষ্ঠানটি উদ্বোধিত হচ্ছে ২ আগস্ট বিকেল ৬টা ৩০ মিনিটে এবং চলবে ১১ আগস্ট পর্যন্ত। অনন্য এই ফুড ফেস্টিভালের মধ্যমণি হয়ে থাকছে র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের অভিজ্ঞ রাঁধুনিদের প্রস্তুত করা প্যান এশিয়ান বিশিষ্ট মজাদার সব খাবার। প্যান এশিয়া @ ওয়াটার গার্ডেন ব্র্যাসারি নিয়ে আসছে একি জায়গায় বিভিন্ন দেশের নানারকম খাবারের সমাহার যেমন জাপানি চিকেন টেরিয়াকি, মালয়েশিয়ান নাসী লিমাক, ইন্দোনেশিয়ান, মার্তাবাকা, সিঙ্গাপুরীয় লাকসা, থাই প্যাড থাই কাং, চীনা হাইনান চিকেন রাইস এবং এমন আরো অনেক মজার খাবার।
×