ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:৫০, ১০ আগস্ট ২০১৮

নতুন গবেষণা

রেস্তরাঁর টেবিল বুকিং করবে রোবট টেবিল ফাঁকা আছে কি না জানতে রেস্তরাঁয় ঢুঁ মেরে হতাশ হন অনেকেই। সমস্যার সমাধান দিতে এবার বাইরে ডিজিটাল ডিভাইস বসিয়েছে চীনের রোবট পরিচালিত রেস্তরাঁ ‘রোবট.এইচই’। ডিভাইসটির নির্দিষ্ট স্থানে স্মার্টফোনে থাকা কিউআর কোড স্ক্যান করিয়ে রেস্তরাঁর টেবিল নির্দিষ্ট সময় পর্যন্ত বুক করা যাবে। চালকবিহীন গাড়িতে বিশেষ বার্তা রাস্তায় চালকবিহীন গাড়ি দেখলেই থমকে দাঁড়ান অনেকে। সিগন্যাল থাকলেও রাস্তা পেরোতে ঠিক সায় দেয় না মন। এমনকি গাড়িতে উঠতে বা নামার সময়ও বেশ দ্বিধায় থাকেন অনেকেই। সমস্যা সমাধানে এবার গাড়ির বাইরে আলাদা এলইডি স্ক্রিন বসিয়েছে ড্রাইভ.এআই। পথচারীদের জন্য বিভিন্ন বার্তা প্রদর্শনীর পাশাপাশি গাড়িতে ওঠার সময় স্ক্রিনটিতে যাত্রীদের জন্য বিভিন্ন বার্তা দেখাবে স্বচালিত গাড়িসেবা প্রতিষ্ঠানটি। গানের সুর তুলবে বল দেখতে সাধারণ বলের মতো হলেও এটি দিয়ে গানের সুর তোলা যায়। এ্যাপনিয়ন্ত্রিত বলটি নিচে ফেললে বা দেয়ালে বাড়ি দিলে ড্রামসহ বিভিন্ন যন্ত্রের আওয়াজ শোনা যাবে। এ জন্য বলটির ভেতরে রয়েছে বেশ কয়েকটি সেন্সর। ফলে বলটির ওপর আঙ্গুল ঘষেও বিভিন্ন যন্ত্রের শব্দ শোনা যাবে। বলটি ব্লু-টুথের মাধ্যমে সরাসরি স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায়। ‘ওডবল’ নামের ডিভাইসটির দাম পড়বে ৭৭ ডলার। সূত্র : সায়েন্স ডেইলি
×