ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেইসবুকের থেকে অনেক পিছিয়ে স্ন্যাপচ্যাট আর টুইটার

প্রকাশিত: ১৮:৪১, ১০ আগস্ট ২০১৮

ফেইসবুকের থেকে অনেক পিছিয়ে স্ন্যাপচ্যাট আর টুইটার

অনলাইন ডেস্ক ॥ ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুকের থেকে অনেক পিছিয়ে স্ন্যাপচ্যাট আর টুইটার। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আর মূল ফেইসবুক অ্যাপ- সব মিলিয়ে এ সাম্রাজ্যে শেষ এক বছরে যত নতুন ব্যবহারকারী যোগ হয়েছে তা স্ন্যাপচ্যাটের মোট ব্যবহারকারীর সংখ্যার চেয়েও বেশি। ছবি শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাটের মোট ব্যবহারকারী সংখ্যা ১৮ কোটি ৮০ লাখ। জরিপবিষয়ক সাইট স্ট্যাটিসটা-এর তথ্য থেকে দেখা যায়, স্ন্যাপচ্যাটের নতুন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি একই খাতে শীর্ষস্থানে থাকা ইনস্টাগ্রামের তুলনায় অনেক পিছিয়ে। বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে বলা হয়, টিনএজারদের কাছে স্ন্যাপচ্যাট একটি জনপ্রিয় অ্যাপ হলেও এই বয়সের ব্যবহারকারীদের বাইরে এর জনপ্রিয়তার ঘাটতি প্রতিষ্ঠানটিকে পেছনের দিকেই টানছে। একই দশা মাইক্রোব্লগিং সাইট টুইটারেরও। ২০১৫ সালে প্রতিষ্ঠানটির মোট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩০ কোটি ২০ লাখ। এরপর থেকে এর ব্যবহারকারীর সংখ্যা এখন পর্যন্ত মাত্র ৩.৩০ কোটি বেড়েছে।
×