ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কালকিনিতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার শিক্ষক-শিক্ষার্থীদের

প্রকাশিত: ২০:৫৭, ১০ আগস্ট ২০১৮

কালকিনিতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার শিক্ষক-শিক্ষার্থীদের

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে আজ শুক্রবার সকালে প্রায় ১০০০ মিটার রাস্তা সংস্কার করা হয়েছে। এই রাস্তাটি দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে লোকজন ও গাড়ি চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এবং মাঝে মধ্যেই ঘটে যেত ছোট ছোট দূর্ঘটনা। রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের নিকট কয়েক দফা দাবি জানালেও কোন ফল পায়নি। রাস্তাটি পৌর এলাকার প্রধান সড়ক হাসপাতালের সামনে সৈয়দ আবুল হোসেন একাডেমির রাস্তা নামে পরিচিত। স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন হাজার হাজার জনসাধারণ চলাচলের প্রধান সড়ক হল এই রাস্তাটি। তাই সাধারণ জনগনের লাঘবের কথা চিন্তা করে প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেরেন সার্বিক সহযোগীতায় ও শিাক্ষার্থীদের উদ্যোগে এই রাস্তাটি সংস্কারের কাজ করা হয়। এই জনগুরুত্বপূর্ন রাস্তাটি পুর্ন নির্মানের দাবি জানিয়েছেন শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী।
×