ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাগরের ইলিশে ভরে গেছে বরিশালের মোকাম

প্রকাশিত: ০১:০৫, ১০ আগস্ট ২০১৮

সাগরের ইলিশে ভরে গেছে বরিশালের মোকাম

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ ইলিশ মৌসুমের এখন মাঝপথ। তবুও উপকূলের বিভিন্ন নদ-নদীতে তেমন দেখা মিলছে না রূপালী ইলিশ। ভরা মৌসুমে ইলিশ ধরা না পরায় হতাশ হয়ে পরেছিলেন জেলে ও ব্যবসায়ীরা। কিন্তু গত দু’দিন থেকে হঠাৎ জেলেদের জালে ধরা পরছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। তবে নদীর নয়, সাগরের ইলিশ। বরিশালের বাজার এখন ভরে গেছে সাগরের ইলিশে। মোকামগুলোতে সাগরের মাছ ধরার ট্রলারের ভিড় বাড়ায় ব্যস্ত সময় পার করছেন এখানকার মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকরা। সাগরের ইলিশের আমদানির বিষয়ে বরিশাল ইলিশ মোকামের মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নীরব হোসেন টুটুল বলেন, সাগরের বেশিরভাগ ইলিশের ওজন ৫০০ থেকে ৬০০ গ্রামের হয়ে থাকে। গত বছর এ সময়ে দৈনিক গড়ে চার হাজার মণ ইলিশ এসেছে বরিশালের পোর্ট রোডস্থ ইলিশ মোকামে। আর এখন আসছে মাত্র দুই থেকে আড়াই হাজার মণ ইলিশ। তাও আমাদের স্থানীয় নদীর নয়, সাগরের ইলিশ। তিনি আরও বলেন, বর্তমানে সাগরের ইলিশ মণপ্রতি ১৯ থেকে ২৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া এলসি সাইজ ইলিশ মাছ মণপ্রতি ৩৫ থেকে ৩৬ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। তবে স্থানীয় নদীর মাছ এখনও তেমন একটা না আসায় দাম কিছুটা বেশি। জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, গত বুধবার থেকে সাগরে ধরা পরা প্রচুর ইলিশ মোকামে এসেছে। এই মাছগুলো এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে। তিনি আরও বলেন, মা ইলিশ নদীতে ডিম দেওয়ার পর সাগরে ফিরে যায়। নদীতে ডিম ফুটে বাচ্চা পরিপুষ্ট হওয়ার পর মা ইলিশ সাগরে ফিরে যায়। এজন্য জাটকা ইলিশ নিধন প্রতিরোধে নদীতে ও বাজারে বছরব্যাপী অভিযান চলে। তাই নদীতে ইলিশ এখন কম ধরা পরলেও, সাগরে প্রচুর ইলিশ পাওয়া যাবে। তবে আবার প্রজনন সময় এলে নদীতে ইলিশ বাড়বে। তবে জেলেরা জানিয়েছেন, সাগরে প্রচুর ইলিশ রয়েছে। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় তারা সেই মাছ ধরতে পারছেন না। শুক্রবার কীর্তনখোলা নদীর তীরে নগরীর পোর্ট রোডের ইলিশ মোকাম ঘুরে দেখা গেছে, পাইকারী ব্যবসায়ী ও খুচরা ব্যবসায়ীরা সবাই ব্যস্ত ইলিশ বেচাকেনায়। ভোলা থেকে আশা রশিদ মাঝি বলেন, ইলিশের মৌসুম শুরুতে বিলম্ব হলেও মাছের আমদানি ভালো। প্রচুর মাছ আসায় দাম অনেকটা কমে আগের বছরের তুলনায় অর্ধেকে নেমে গেছে। গত কয়েকদিনে সাগর থেকে প্রায় ৬০-৭০ মণ ইলিশ সংগ্রহ করে বরিশাল মোকামে এসে মাছের দাম শুনে হতাশ হয়েছি। সামাদ মাঝি নামে আরেক জেলে জানান, আবহাওয়া অনুকূলে না থাকায় মাছ কম পাওয়া গেছে। তবে সাগরে প্রচুর মাছ রয়েছে। তাই আবহাওয়া ভালো থাকলে আরও মাছ পাওয়া যেতো। বর্তমানে তিনি ইলিশ প্রতি মণ ১৯ হাজার টাকা দরে বিক্রি করেছেন। পাইকারি ব্যবসায়ী আকবর হোসেন বলেন, ইলিশ তো কাঁচামাল। এর দর ওঠানামা করে। একসাথে অনেক মাছ আসায় বর্তমানে দাম একটু কম রয়েছে। বরিশাল পোর্ট রোডস্থ ইলিশ মোকামের শ্রমিক ইউনুস বলেন, ইলিশ মাছের আমদানি বেড়ে যাওয়ায় শ্রমিকদের ব্যস্ততা বেড়ে গেছে।
×