ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসপিএর জয়

প্রকাশিত: ০৩:০৫, ১০ আগস্ট ২০১৮

বিএসপিএর জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশন (বিএসপিএ) প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাশে অবস্থিত আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত ম্যাচে তারা বেসরকারী মোবাইল ফোন কোম্পানি রবি টেলিকমিউনেশন্সকে ৩-২ গোলে হারিয়েছে। ৫০ মিনিটের ম্যাচটির প্রথমার্ধে বিজয়ী দল এগিয়েছিল ২-০ গোলে। বিএসপিএর সাদমান সাকিব (চ্যানেল ২৪), রাশেদুল ইসলাম (প্রথম আলো অনলাইন) এবং অধিনায়ক মিথুন আশরাফ (জনকণ্ঠ) একটি করে গোল করেন। রবির শাহরিয়ার এবং আদিল একটি করে গোল করেন। খেলায় যৌথভাবে ম্যাচসেরা নির্বাচিত হন বিএসপিএর রাশেদুল ইসলাম এবং গোলরক্ষক কাজী সাবির (চ্যানেল ২৪)। খেলা শেষে বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আরও উপস্থিত ছিলেন রবির হেড অব কর্পোরেট এফেয়ার্স সাহেদ আলমসহ রবির কর্মকতারা, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং বিএসপিএর সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দসহ সংগঠনের সাবেক সভাপতি রানা হাসান ও সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান রাজিব। বিএসপিএর অন্য খেলোয়াড়রা হলেন ॥ শফিক কলিম (আলোকিত বাংলাদেশ), অলোক হাসান (যমুনা টিভি), রুমেল খান (জনকণ্ঠ), মোহাম্মদ সালাউদ্দিন (বাংলাদেশ বেতার), সালাউদ্দিন সুমন (যমুনা টিভি), নাগিব বাহার রাতুল (বিবিসি বাংলা), মাইদুল আলম বাবু (আমাদের সময়), ফয়সাল তিতুমীর (বিবিসি বাংলা), রাজিব হাসান (আর টিভি), শান্ত মাহমুদ (প্রিয় ডটকম), কবিরুল ইসলাম (বাংলাদেশের খবর), মাহফুজুল ইসলাম (নিউজ ২৪), মাহমুদুন্নবী চঞ্চল (বাংলাদেশের খবর), মাহবুব সরকার (বণিক বার্তা), স্বপন বস (বাসস) এবং আশরাফুল আলম (এটিএন বাংলা)। টিম লিডার- মতিউর রহমান লাল্টু, ম্যানেজার-মজিবুর রহমান, কোচ-এসবি চৌধুরী শিশির, কো- অর্ডিনেটর- কাজী শহীদুল আলম।
×