ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুঁচে ধরে জীবন জীবিকা নির্বাহ আদিবাসী সম্প্রদায়ের

প্রকাশিত: ০৬:৫৯, ১১ আগস্ট ২০১৮

 কুঁচে ধরে জীবন জীবিকা নির্বাহ আদিবাসী সম্প্রদায়ের

বেনাপোলসহ শার্শা উপজেলার খালবিল নদীনালা প্রভাবশালীদের দখলে থাকায় আদিবাসী সম্প্রদায়ের লোকজন বেকার হয়ে পড়েছে। কর্মহীন এসব লোকজন ডাল ভাতের টাকা যোগাড় করতে খালবিল, নদী থেকে কুঁচে সংগ্রহ করে জীবনযাপন করছেন। তাদের দুঃখ দুর্দশা দেখার কেউ নেই। আদিবাসী সম্প্রদায়ের লোকজন খালবিল নদীনালা থেকে মাছ ধরেই জীবনযাপন করে আসছিল। প্রভাবশালীরা উপজেলা মৎস্য অফিস থেকে খালবিলসহ সকল জলাকার বন্দোবস্ত নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছে। এসব জলাকারের পাশ দিয়েও আদিবাসী সম্প্রদায়ের লোকজনের চলাফেরা করতে দেয় না। কারণ তাদের নেশা মাছ ধরা এবং এ মাছ বাজারে বিক্রি করে সংসার চালানো। আজ তারা মাছ ধরতে না পেরে অভাব অনটনের সংসার চালাতে হিমশিম খাচ্ছে। ঠিকমতো তিন বেলা খাবার, ওষুধ, সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে পারছে না। বাধ্য হয়ে তারা খালবিল নদীনালা থেকে কুঁচে ধরে প্রতিকেজি ১৫০ টাকা দরে বিক্রি করে সংসার চালাচ্ছে। তাদের দাবি সরকার জলাশয়গুলো যদি উন্মুক্ত করে দেয় তাহলে আদিবাসী সম্প্রদায়ের লোকজনের অভাব অনটন দূর হবে। শার্শা উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান বলেন, শার্শা উপজেলায় বিল বাঁওড় নদীনালার পাশে মৎস্যজীবী সম্প্রদায়ের লোকজন রয়েছে যারা মাছ বা কুঁচে ধরে জীবন নির্বাহ করত। বর্তমানে এ জায়গাগুলো সংকচিত হওয়ায় তাদের জীবনমান বাধাগ্রস্ত হচ্ছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দফতর তাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন রকম পদক্ষেপ হাতে নিয়েছে। যেমন সদ্য অবমুক্ত বেতনা নদীতে অভয়াশ্রম সৃষ্টির মাধ্যমে প্রাকৃতিক মাছের উৎপাদন- যেখান থেকে তারা জীবন নির্বাহ করতে পারছে। -আবুল হোসেন, বেনাপোল থেকে
×